দুনিয়ার সবচেয়ে সেরা ১০ টি গাড়ীর নাম এবং বর্ননা-
নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা দিয়ে আজকের টিউন শুরু করছি। কোথাও কোন ভুল হলে মাফ করবেন।
তো পুরা বছরটা কার কেমন কাটল জানি না। তবে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে যে মানুষ খুব একটা ভাল ছিল বলে মনে হয় না। তবে ইনশাআল্লাহ আগামী বছর যেন ভাল হয়।
কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। আমরা জানি বর্তমানে গাড়ী কোম্পানী গুলা একে অন্যের সাথে পাল্লা দিয়ে নতুন নতুন মারাত্মক সুপার কার তৈরী করছে। বিশ্বের ১০ টি সুপার মডেলের গাড়ীর মধ্যে প্রথমেই আছে বুগাটি ভেরন। এই গাড়ীটি মাত্র ২.৪ সেকেন্ডে ১০০ কিলোমিটারে পৌছাতে পারে। সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ২৫৪ মাইল।
২ নাম্বারে আছে কোইনসেগ এজেরা ২০১৩ মডেলের গাড়িটি। অসম্ভব পারফরমেন্সের ইঞ্জিন নিয়ে তৈরী এই গাড়ীটি। এই ভয়ঙ্কর গাড়ীটির গতিসীমা ঘন্টায় ৪৪০ কিমি বা ২৭৩ মাইল। বাকী ৮ টি গাড়ী এবং প্রতিটি গাড়ীর বর্ননা পেতে নিচের ঠিকানায় ক্লিক করুন-
http://www.top10supercars.com/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।