সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন শমসের মবিন।
এরপর সাড়ে ৭টার দিকে তিনি গুলশানের ওই বাড়ি থেকে বের হওয়ার পরপরই তাকে পুলিশ তুলে নিয়ে যায়।
শমসের মবিনের মোবাইল ফোনে কল করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে তারা নিয়ে যাচ্ছে।”
এরপর থেকে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।
শমসের মবিনের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদও ছিলেন।
তবে শমসের মবিনকে আটকের সঙ্গে সঙ্গে তারা পুনরায় খালেদার বাড়িতে ঢুকে পড়েন।
একদিন আগে সংবাদ সম্মেলন করে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় আটক হন বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ।
‘অবরুদ্ধ’ খালেদার বাড়ির সামনে থেকে সোমবার সকালে আরেক ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও সংসদ সদস্য রাশেদা বেগম হীরাকে আটক করেছিল পুলিশ, পরে তাদের ছেড়ে দেয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।