আমাদের কথা খুঁজে নিন

   

সাকিব না তামিমের

কুয়াশার জন্য এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছিল ঢাকা পর্বের খেলা। এবার থার্টি ফাস্ট নাইটের নিরাপত্তার অজুহাতে আরও আধঘণ্টা এগিয়ে আনা হয়েছে আম্বার-বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। আজ বিজয় দিবস টি-২০ ক্রিকেটের ফাইনাল। ফাইনালে পরস্পরের মুখোমুখি হচ্ছে প্রাইম ব্যাংক ও ইউসিবি-বিসিবি একাদশ।

চ্যাম্পিয়ন হলেই ২০ লাখ টাকা।

রানার্স আপ ১০ লাখ টাকা। সুতরাং শিরোপা জেতার জন্য মরিয়া দুই দলই। দুই দলের শিরোপার লড়াইয়ের আড়ালে রয়েছে ব্যক্তিগত দ্বৈরথও। দুই বন্ধু সাকিব আল হাসান ও তামিম ইকবালের লড়াই। দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও মিজানুর রহমান বাবুলেরও লড়াই।

সেরা ক্রিকেটার হওয়ার লড়াই। এই লড়াইয়ে রয়েছেন তামিম ইকবাল, এনামুল হক বিজয়সহ আরও কয়েকজন। সুতরাং ২০১৩ সালের শেষ টুর্নামেন্টের ফাইনালটি দলগত লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিগত লড়াইয়েরও। রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য এশিয়া কাপসহ টি-২০ বিশ্বকাপের ভবিষ্যৎ অনেকটাই শঙ্কার মধ্যে পতিত। দুটি আসরেরই আয়োজক বাংলাদেশ।

২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত শিডিউল এশিয়া কাপের। টি-২০ বিশ্বকাপের শিডিউল ১৬ মার্চ-৬ এপ্রিল। নিরাপত্তাহীনতার অজুহাতে দুটি টুর্নামেন্টে পাকিস্তান খেলতে না পারে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া। ভারতীয় মিডিয়ায় সংবাদ প্রকাশের পর বিষয়টি আরও ঘনীভূত হয়। অবশ্য টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে শঙ্কিত নয় বিসিবি।

টুর্নামেন্ট দুটির সফল আয়োজনের জন্য সরকার ও বিরোধী দলের সহায়তা চাইছে বিসিবি। টি-২০ বিশ্বকাপের প্রাক প্রস্তুতি হিসেবেই দেশের শীর্ষস্থানীয় ৫৬ ক্রিকেটারকে নিয়ে বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বিসিবি। সমান চার পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে প্রাইম ব্যাংক ও ইউসিবি বিসিবি একাদশ।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.