আমাদের কথা খুঁজে নিন

   

স্ত্রীর কুমারিত্ব নিয়ে অপবাদ, স্বামীকে ২০ বেত্রাঘাত

সম্প্রতি সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি আদালত এক স্বামীকে ২০ বেত্রাঘাত দণ্ড দিয়েছেন। নিজের স্ত্রীর কুমারিত্ব নিয়ে অপবাদ দেওয়ায় সেই স্বামীকে এ শাস্তি দেয় দেশটির সর্বোচ্চ আইন প্রণেতা প্রতিষ্ঠানটি।

গতকাল সোমবার সৌদি সংবাদ সংস্থা আল শারক অনলাইনে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে আজ মঙ্গলবার সংবাদ সংস্থা গালফ নিউজ জানায়, স্ত্রীর কুমারিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করলেও আদালতে তথ্য-উপাত্ত হাজির করতে না পারায় ওই স্বামীকে এই দণ্ড দেওয়া হয়েছে।

এদিকে, আল শারক জানায়, ইয়েমেনি নাগরিক ওই স্বামীর বিরুদ্ধে আদালতে অভিযোগ করে স্ত্রী বলেন, বাবা ও পাড়া-প্রতিবেশীর সামনেই তার কুমারিত্ব নিয়ে অপবাদ দিয়েছেন স্বামী। তিনি (স্বামী) বলেছেন, বর্তমান বিয়ের আগেও আরেকজনের সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং পরে সে বিয়ে ভেঙে যায়।

তবে আরব বিশ্বের বেশ কিছু অঞ্চলে বিয়ের আগে কোনো নারীর কুমারিত্বের ব্যাপারে নিশ্চয়তা পাওয়ার পরই বিয়েতে সম্মতি দেয় বরপক্ষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.