আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়্যার ইন...ব্লগ এ “ইমরাজ কবির মুন” আইডি’র ২ বছর পূর্তি এবং ভেরী হ্যাপ্পি নিউ ইয়ার ২০১৪

অশ্বত্থের শাখা ঐ দুলিতেছে; আলো আসে, ভোর হয়ে আসে।


খোঁজ - দ্যা বিগিনিং:
সামহোয়্যার ইন...ব্লগ এর ব্যাপারে প্রায় ৩.৫ বছর আগে প্রথম খোঁজ পাই/জানতে পারি, সালে ভাই (দুখী মানব) এর কাছ থেকে। সে তার পোস্টের লিঙ্ক ফেসবুকে শেয়ার করতো, নিউজ ফিডে দেখে তা ওপেন করে পড়তাম।
ব্লগ জিনিষটা কি সে ব্যাপারে নূন্যতম ধারণা ছিলনা, তবুও কি মনে করে একটি আইডি- পিকাচু রেজিস্ট্রেশন করে ফেলি। এরপর আর খবর নেই।


তার প্রায় ৮ মাস পরে আবার ব্লগের কথা মনে পড়ে, কিন্তু কি নামে রেজিস্ট্রেশন করেছিলাম সেটি বেমালুম ভুলে যাই। ফলস্বরুপ আবার একটা নতুন আইডি- ইমরাজ কবির ক্রিয়েট করি। & গেস হোয়াট? একদিন পর আবারো আগের ঘটনা ঘটে।
পুনরায় প্রায় ৮ মাস পরের কথা, তখন ব্লগের ব্যাপারে অল্প-বিস্তর জ্ঞান হয়, তো ভাবলাম আমিও ব্লগিং শুরু করি। ব্লগে আসলাম, লগ ইন করবো- আইডি তো মনে পড়েই না, কোন ই-মেইল অ্যাড্রেসটা দিয়ে সাইন আপ করেছিলাম সেটাও ভুলে বসে আছি।

তাই রেগেমেগে আরেকটা আইডি সাইন আপ করে ফেলি- ইমরাজ কবির মুন!


আমার পথ চলা - দ্যা রাইজিং:
আইডি তো খোলা হলো (এবার অবশ্যি আর ভুল হয়নি, লগ ইন নেম আর পাসোয়ার্ড ভালমতো মুখস্থ করে রেখেছিলাম), এখন কিছু একটা পোস্ট তো করতে হবে। খুব সম্ভবত আজ রাতে কোন রুপকথা নেই-ওল্ড স্কুল গানটার অডিও ফাইল আর লিরিক্স লিখে পোস্ট করি। কিন্তু খেয়াল করি আমার পোস্ট প্রথম পাতায় শো করেনা। প্রথমে ধরতে পারি নি ব্যাপারটা কি, এরপর ব্লগের কুখ্যাত এ জিনিষটি আমার দৃষ্টিগোচর হয়

মডারেশন স্ট্যাটাস

আপনি নতুন ব্লগার
সামহোয়্যার ইন ব্লগে... আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে।

প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন।




মন একটু খারাপ হলেও ভাবলাম, আচ্ছা ৭ দিনই তো- চোখের পলকে চলে যাবে। কিন্তু ৭ দিন যায়, ৭*২ দিন যায়, এভাবে ৭*৪, ৭*৮ যেতেই থাকলো- তবু আমাকে ‘দেখা’ কর্তৃপক্ষের শেষই হয়না। আমি নিরাশ না হয়ে পোস্ট দিতে থাকি, রাতের পর রাত জেগে পোস্ট রেডি করতাম কিন্তু কেউ আমার ব্লগে আসতো না। কয়েকজন এর ব্লগে গিয়ে ধাক্কা দিতাম ( বলেই ফেলি: তাঁদের মধ্যে বেশীর ভাগই মহিলা ব্লগার ছিল ), তন্মধ্যে ২-১ জন এসে কমেন্ট করতো।

এভাবে চার মাস পার হয়।

↬ ওয়াচে থাকাকালীন সময়টা কতটা তিক্ত তা আমি খুব ভাল করেই জানি। তাই নতুন যারা ব্লগার আসেন, তাদের পোস্টে গিয়ে উৎসাহ দেয়ার কাজটা আমি প্রায়সময়ই সাধ্যমতো করে থাকি। আমার মতো আরো কয়েকজন আছেন যারা এ কাজটা রেগুলার করেন, তাঁদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

মাঝে কিছুদিন ব্লগে আসা হয়নি।

এরপর একদিন লগ ইন করে দেখি আমার আইডি জেনারেল, আমি কমেন্ট করতে পারবো। ওয়াচে থাকাকালে ব্লগার ‘joos’ এর একটি পোস্ট আমার খুব পছন্দ হয়েছিল, ইচ্ছা ছিল কমেন্ট দেয়ার অপশন আসলে আমি ওই পোস্টটিতেই প্রথম কমেন্ট করবো এবং আমি তাই করি।

প্রায় সপ্তাহখানেক পরই আমি সেফ ! খুব খুশি লাগছিলো, সেলেব্রেট করার জন্য ভাবলাম কিছু একটা পোস্ট করি। তখন এশিয়া কাপ ২০১২ শেষ হয় কেবল, ফেসবুকে পাওয়া একটা লিখা ডাইরেক্ট কপি-পেস্ট করে পোস্ট দেই। হাতে গোণা কয়েকটি কমেন্ট পেয়েছিলাম, তবুও তা আমাকে প্রগাঢ় আনন্দ দেয় !
তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমি খুব রেগুলার আছি ভালবাসার এ ব্লগটির সাথে।

আরো ৩-৪ বছর থাকার ইচ্ছা আছে। এরপর বিয়ে-শাদী করে ইন্টারনেট থেকে চিরবিদায় নিবো !

অনেকেই আছেন যারা আমাকে সবসময় সাপোর্ট দিয়ে আসছেন ক্রমাগত, তাঁদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে-



টক - দ্যা ব্যাম্বু / হার্ট ব্রেকিং ব্লো:
↛ মাঝে মাঝে ব্লগে কয়েকজন এর আগমন ঘটে, যারা যতদিন ব্লগে থাকবেন বিভিন্ন খবর বা ১৮+ জোকস কপি-পেস্ট করে পোস্ট দিতে থাকেন। কারণ: আগে কষ্ট করে লিখা মৌলিক পোস্টে হিট পাননি অথবা কেউ নাকি কোন কারনে অফেন্সিভ কিছু বলেছিল। তবে সুখের কথা, এরা ব্লগে বেশীদিন সার্ভাইভ করতে পারেনা।

↛ ফেসবুকের স্ট্যাটাস বা কোন পোস্ট ব্লগে শেয়ার করাটা আমার কাছে একদম লেইম মনে হয়।

ফেসবুকের ব্যাপার স্যাপার ওখানেই থাকুক, ব্লগে পাবলিশ করার দরকারটা কি ?

লুলজ ! বাবারা আগে লুলামি আর ছ্যাঁচড়ামির মধ্যে পার্থক্য শিখে আসো, তারপর কর। একটা জ্ঞান দেই- মেয়েরা লুলামি খুব ভালভাবে বুঝে। যদি তুমি একটা মেয়ের পোস্টে গিয়ে তার সাথে উচ্চ পর্যায়ের লুলামি করে আসলা, কিন্তু বিনিময়ে হার্ড টক শুনসো বা ঝাঁটার বাড়ি খাইসো- তবে বুঝে নিয়ো যা করসো সেটা ছ্যাঁচড়ামি/ ইতরামি।


পছন্দের, ভাল লাগার/বাসার ব্লগারেরা - হোয়্যাট ইজ লাভ?:
ব্লগিং করতে গিয়ে অনেকের সাথেই পরিচিতি হয়। তাঁদের মধ্যে কাউকে লিখার জন্য ভাল লাগে, কারো ব্যাক্তিত্ত্বের জন্য পছন্দ হয় আবার বিবিধ কারণেও (এলাবোরেটলি বললাম না, মার খাওয়ার ইচ্ছে নেই )।





অনেকেই বর্তমানে ব্লগে আসেন না বা রেগুলার না, আমি তাঁদেরকে মিস করি।
নামগুলো (প্রায়) র‌্যান্ডমলি দিলাম-

হ্যাপী সালমাপা-একদম শুরুর দিকে ওনার সাথে আমার পরিচয় (আইলাব্যু )
দাওয়াতপু (তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে)
ছোটভাই গারো ‘লুল’ হিল (আমার যোগ্য উত্তরসূরী)
ছোট্টপ্সরা নিথী
তানিয়া হাসানান্টি
তামিম ইবনে আমান
ফ্রাস্ট্রেটেড
স্বর্ণা খুকী
চ্যার কালীদাস
আরজুপনি (কত সুন্দর একটা নিক ঠিক করসিলাম ওনার জন্য, কিন্তু উনি ওই নামে ডাকতে দেয়না। এত্তগুলা মাইনাচ )
শুঁটকি মাছ
তাসনুভা বিথি
সায়েদা সোহেলী খালা
ভিয়েনাস
হাসান মাহবুব ভাইয়া
রাজসোহান
গেমার বয়
আহসিনা জামান সুহানী
আদ্রিতা
লিন্‌কিন পার্ক
চেয়ারম্যান০০৭
শিশু বিড়াল
জানা (৭দিন ওয়াচে রাখার ব্যাপারটা মডিফাই করতে আপনাকে আহ্বান জানাচ্ছি ম্যাম, ভাল লিখেন এমন অনেক নতুন ব্লগারকে হারাতে হচ্ছে)
কালা মনের ধলা ভাই
ডানাহীন
জুন আপু
শায়মাপু
টুকিঝা
নৈশচারী
দূর্জয় ভাইয়া
রেজোওয়ানাপু
অদ্বিতীয়া আমি
ভূতাত্মা
ৈহমনতী
জুনায়েদ রাহিমীন (ব্লগে আসো দেখে নাম দিয়ে দিলাম )
আমি ময়ুরাক্ষী
শের শায়রী
অস্পিসাস প্রেইস
রেজওয়ানা তনিমা
ইঞ্জি বশর সাহেব
এহসান সাবির
আলাউদ্দিন ভাইয়া
মাহমুদ ভাইয়া
নাফিজ মুনতাসির
শাহেদ খান

যারা পছন্দের লিস্টে নাই তাঁরা সবাই ই যে অপছন্দের তা কিন্তু না। বেশ কয়েকজন আছেন যাদের লিখা আমি সবসময়ই পড়ি আর যে কয়েকজন অপছন্দের আছেন, তাদের অ্যাভয়েড করে গেলাম।


২০১৪ - দ্যা হোপ:

২০১৩, আমি ভুলে থাকতে চাই! এত্ত খারাপ, এত্ত বেদনাদায়ক ছিল।

এদের মাঝে ভাল হাঁতড়ে পাওয়াই মুশকিল। তবে যা হয়েছে তার চেয়েও আরো খারাপ হতেও পারতো।
আশা করি, ‘১৪ পুরানো সব বেদনা মুছে দিয়ে আমাদের সকলের জন্য এত্তগুলা খুশি বয়ে আনবে!



Ladies & Lads, Time to Get WiLd!


(আপনারাও চাইলে আপনাদের প্রিয় পার্টি অ্যানথেম শেয়ার করতে পারেন)

it’s Party Time FeLLas
Let’s Go BANANAS !!




 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.