আমাদের কথা খুঁজে নিন

   

সমাধান বাংলাদেশেই: ভারত

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগের মধ্যে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়ে নয়া দিল্লির অবস্থান জানানো হয়।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দিল্লি-ওয়াশিংটনের মতবিরোধের মধ্যে একদিন আগেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেছিলেন, বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের উচিত হবে ভারতের দৃষ্টিভঙ্গীকে গুরুত্ব দেয়া।
নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক মতভেদের মধ্যে আগামী ৫ জানুয়ারি বাংলাদেশের দশম সংসদ নির্বাচন হতে যাচ্ছে, যাতে অংশ নিচ্ছে না প্রধান বিরোধী দল বিএনপি।
দুই দলকে সমঝোতায় রাজি করাতে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন দূত পাঠিয়ে চূড়ান্ত ফল লাভে ব্যর্থ হন। এর মধ্যে দুই দলের সঙ্গে আলোচনা করেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মন্ত্রী এবং ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংহও।


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “আমরা আশা করি, বাংলাদেশের বিদ্যমান মতভেদ অবসান শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে ঘটবে। আর তাতে যে ফল আসবে তা বাংলাদেশের সব মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। ”
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনো অভিপ্রায়ই ভারতের নেই বলে জানান তিনি, যা এই মাসের শুরুতে ঢাকা সফরে গিয়ে সুজাতা সিংও বলেছিলেন।  
“বন্ধুপ্রতীম প্রতিবেশী রাষ্ট্র ও শুভানুধ্যায়ী হিসেবে আমরা চাই বাংলাদেশের রাজনৈতিক নেতারা একটি সমাধানে পৌঁছবেন। এবং তাতে দেশটির জনগণের প্রত্যাশা পূরণ হবে,” বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।


সৈয়দ আকবরউদ্দিন

দুই দেশের মধ্যে দীর্ঘ স্থল সীমান্ত থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এক্ষেত্রে দুই দেশের কোনো একটিতে কোনো ঘটনা ঘটলে অন্যটি তার প্রভাব এড়াতে পারবে না।
সৈয়দ আকবরউদ্দিন
“তাই বাংলাদেশে কী ঘটছে, সে বিষয়ে যেমন আমরা নজর রাখছি; তেমনি এখানে কী ঘটে, সেদিকেও বাংলাদেশকে নজর রাখতে হয়।
বাংলাদেশে দুই প্রধান রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থানের ফলে বর্তমান পরিস্থিতিকে ‘অনিশ্চিত এবং নাজুক’ বলে আখ্যায়িত করে সালমান খুরশিদ সোমবার ভারতের ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দুকে’ বলেন, “বাংলাদেশের প্রতিবেশী হিসেবে দেশটি (বাংলাদেশ) সম্পর্কে ভারতের বোঝাপড়া এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য সহায়ক হতে পারে। ”
নির্বাচন পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দল সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ায় হতাশাও প্রকাশ করেন তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.