আমাদের কথা খুঁজে নিন

   

তৈরি করুন ফেসবুকে নিজস্ব গোপনীয়তা – Add friend বাটন হাইড করুন।

আসসালামু আলাইকুম
আমি প্রায় দুবছর(কমবেশি হতে পারে) পর প্রথম টিউন করছি। কেননা কখনো তেমন সাহস বা টপিক পাইনি টিউন করার। এসব কথা শুরুতেই বলে নিচ্ছি কেননা কোন ভুলত্রুটি হলে মাফ করবেন।
আমরা কমবেশি অনেকেই ফেসবুকের নিরাপত্তা ব্যাবহারে সচেতন। অনেকে খুব বেশি, অনেকে অল্প আবার অনেকে মোটেও সচেতন নন।

যারা একটু বেশি বা অল্প সচেতন তাদের হয়ত এই টিউনের সিস্টেম কাজে লাগবে। মুল কথায় আসি। ফেসবুক ফ্রেন্ডরিকুয়েস্ট গ্রহনের জন্য দুই ধরণের গোপনীয়তা প্রদান করে।

এতে খুব একটা উপকার পাওয়া যায়না, কেননা আমি যদি কোন ৪০০০ বন্ধুওয়ালা ফ্রেন্ড এর সাথে ফ্রেন্ডশিপ করি তাহলে অনাকাঙ্ক্ষিত অনেকেই অ্যাড পাঠানোর ক্ষমতা পায়।  সম্পর্কিত টিউনঃ http://www.techtunes.com.bd/facebook/tune-id/265462
কিন্তু যদি সত্যিই চাই কেও আমাকে অ্যাড না পাঠাতে পারে অর্থাৎ সবাই-বা-বন্ধুর বন্ধু সহ কেওই যাতে না পাঠাতে পারে সেজন্য আজ আমার টিউন।

যদিও এটি ফেসবুক এর স্বাভাবিক নিয়ম দ্বারা নয় কিন্তু সম্পূর্ণ পরিক্ষিত।
--
আমি গুগল ক্রম ব্রাউজার ব্যবহার করি, তাই স্ক্রিনশটগুলো অন্য ব্রাউজার সাথে একটু পার্থক্য থাকতে পারে।
১) প্রথমে আপনি আপনার আইডি তে লগিন করুন এবং উপরের ডান পাশ থেকে Privacy Shortcuts বাটনে ক্লিক করে who can contact with me তে ক্লিক করুন।

২) who can contact with me তে ক্লিক করার পর who can send me friend request এর নিচে Everyone এ লেফট ক্লিক না করে রাইট ক্লিক করুন এবং নিচ থেকে Inspect element এ ক্লিক করুন।

৩) Inspect element এ ক্লিক করার পর যে লাইনটি স্বাভাবিকভাবে থাকে তার ১০ অথবা ১২ লাইন উপরে < li > class="_9oy" > এরকম একটি লাইন পাবেন।

লাইনটি collapse করবেন নিচের ছবিটির মতন।

৪) < li > class="_9oy" > লাইনটি কলাপস করার পর রাইট বাটনে ক্লিক করে Edit as HTML এ ক্লিক করুন।

৫) একটি বক্স আসবে কোড সহ। বক্সের ভিতর একটি ক্লিক করে Ctrl+A দিয়ে সব কোড সিলেক্ট করে Backspace  এ চাপুন। অর্থাৎ < li > class="_9oy" >..< /d iv> এর সব কোড মুছে ফেলুন।


৬) এবার নিচের কোডগুলি কপি করুন এবং  পেস্ট করুন।
<div class="_9o-">
<span class="fcg">
Who can send me friend requests?</span>
<div class="_9p2">
<div class="uiSelector inlineBlock audienceSelector audienceSelectorNoTruncate dynamicIconSelector uiSelectorRight uiSelectorNormal uiSelectorDynamicLabel uiSelectorDynamicTooltip" id="u_c_7" data-name="audience[8787540733][value]">
<div class="uiToggle wrap">
<a data-hover="tooltip" aria-label="Everyone" data-tooltip-alignh="right" class="uiSelectorButton uiButton uiButtonSuppressed" href="#" role="button" aria-haspopup="1" aria-expanded="false" data-label="" data-length="30" rel="toggle" id="js_6">
<i class="mrs defaultIcon customimg img sp_exli40 sx_6d76f9">
</i><span class="uiButtonText">
Everyone</span></a><div class="uiSelectorMenuWrapper uiToggleFlyout">
<div role="menu" class="uiMenu uiSelectorMenu">
<ul class="uiMenuInner">
<li class="uiMenuItem uiMenuItemRadio uiSelectorOption fbPrivacyAudienceSelectorOption checked" data-label="Everyone">
<a class="itemAnchor itemWithIcon" role="menuitemradio" tabindex="0" href="#" aria-checked="true" rel="async-post" ajaxify="/ajax/privacy/simple_save.php?id=8787540733&amp;audience_json=%7B%228787540733%22%3A%7B%22value%22%3A%2280%22%7D%7D&amp;source=privacy_lite">
<i class="mrs itemIcon img sp_exli40 sx_6d76f9">
</i><span class="itemLabel fsm">
Everyone</span></a></li><li class="uiMenuItem uiMenuItemRadio uiSelectorOption fbPrivacyAudienceSelectorOption" data-label="Friends of Friends">
<a class="itemAnchor itemWithIcon" role="menuitemradio" tabindex="-1" href="#" aria-checked="false" rel="async-post" ajaxify="/ajax/privacy/simple_save.php?id=8787540733&amp;audience_json=%7B%228787540733%22%3A%7B%22value%22%3A%2250%22%7D%7D&amp;source=privacy_lite">
<i class="mrs itemIcon img sp_bkh4az sx_ccaacc">
</i><span class="itemLabel fsm">
Friends of Friends</span></a></li><li class="uiMenuItem uiMenuItemRadio uiSelectorOption fbPrivacyAudienceSelectorOption" data-label="No One" id="u_c_8">
<a class="itemAnchor itemWithIcon" role="menuitemradio" tabindex="-1" href="#" aria-checked="false" rel="async-post" ajaxify="/ajax/privacy/simple_save.php?id=8787540733&amp;audience_json=%7B%228787540733%22%3A%7B%22value%22%3A%2210%22%7D%7D&amp;source=privacy_lite">
<i class="mrs itemIcon img sp_bkh4az sx_501fd3">
</i><span class="itemLabel fsm">
No One(fb.com/szsifat)<span class="plusLabel hidden_elem fcg">
(+)</span></span></a></li><li class="uiMenuSeparator secondaryOption">
</li><li class="uiMenuItem uiMenuItemRadio uiSelectorOption returnOption secondaryOption specialOption" data-label="Go Back">
<a class="itemAnchor" role="menuitemradio" tabindex="-1" href="#" aria-checked="false">
<span class="itemLabel fsm">
Go Back</span></a></li></ul></div></div></div><select name="audience[8787540733][value]">
<option value="">
</option><option value="80" selected="1">
Everyone</option><option value="50">
Friends of Friends</option><option value="10">
No One</option><option value="Go Back">
Go Back</option></select></div></div></div>
অথবা http://pastebin.com/dCReRPGZ সাইট থেকে কোডগুলো কপি করে পেস্ট করুন এবং কোন খালি যায়গায় ক্লিক করে ক্রস দিয়ে বেরিয়ে পরুন।
৭) এবার আবার privacy shortcut এ গিয়ে who can contact with me তে ক্লিক করুন।
সফলভাবে সব করতে পারলে নিচের ছবির মতন আসবে।

8) No one(fb.com/szsifat) এ ক্লিক করুন এবং উপভোগ করুন আপনার নিজস্ব শক্তিশালী গোপনীয়তা।


No one এ থাকলে আপনাকে অন্য কেও বা বন্ধুর বন্ধুরাও(mutual friend) অ্যাড পাঠাতে পারবেনা অর্থাৎ কেওই পাঠাতে পারবেনা 
কোন সমস্যা হলে আমাকে ফেসবুকে মেসেজ দিতে পারেন (not add-u may follow) :  http://www.fb.com/szsifat এ।
আর ভবিষ্যতে টিউন করব কিনা জানিনা তবে এই প্রথম টিউনে কোন ভুল হলে মাফ করবেন।
আল্লাহ হাফেজ

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.