ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর প্রিমিয়ার ক্রিকেট শেষ হয়েছে বেশ অনেকদিন আগে। কিন্তু এখনও প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিক পাননি অংশ নেওয়া ক্রিকেটাররা। হাতে গোনা ৩-৪টি ক্লাব ছাড়া আর কেউ পরিশোধ করেনি ৪০ শতাংশের উপর পারিশ্রমিক। এর মধ্যে রয়েছে আবাহনী, মোহামেডানের মতো দুই প্রভাবশালী ক্লাব। অথচ দিন তিনেক আগে শেষ হওয়া আম্বার-বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়া ৫৬ ক্রিকেটার ও টিম স্টাফ পেয়েছেন তাদের পারিশ্রমিক।
এর মধ্যে রয়েছে দুই ক্লাবও। টুর্নামেন্টে অংশ নিয়েছিল দুই ক্লাবও।
দেশের সেরা ৫৬ ক্রিকেটারকে নিয়ে সপ্তাহব্যাপী আয়োজিত হয়েছে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশ নিয়েছে প্রাইম ব্যাংক, ইউসিবি-বিসিবি একাদশ, মোহামেডান ও আবাহনী। চার দলের ডাবল লিগ পদ্ধতির দল-বদলে চ্যাম্পিয়ন হয়েছে প্রাইম ব্যাংক এবং প্রাইজ মানি পেয়েছে ২০ লাখ টাকা।
রানার্সআপ বিসিবি একাদশ পেয়েছে ১০ লাখ টাকা। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়ে ১ লাখ টাকা পেয়েছেন এনামুল হক বিজয়।
টুর্নামেন্টের বাজেট পৌনে ৩ কোটি টাকা। অপরদিকে একটি দলের বাজেট ৪৩ লাখ টাকা। প্রতিটি দলে খেলেছেন ১৪ ক্রিকেটার।
এর মধ্যে 'এ' ক্যাটাগরির ক্রিকেটার সংখ্যা তিন এবং 'বি' ক্যাটাগরির ক্রিকেটার ১১ জন। 'এ' ক্যাটাগরির ত্রিকেটারদের পারিশ্রমিক আড়াই লাখ টাকা এবং 'বি' ক্যাটাগরির ক্রিকেটারের পারিশ্রমিক দেড় লাখ টাকা। সব মিলিয়ে প্রতিটি ক্লাবের ১৪ ক্রিকেটারের মোট পারিশ্রমিক ২৪ লাখ টাকা। কোচের পারিশ্রমিক ১ লাখ টাকা। ম্যানেজার ৫০ হাজার, ফিজিও ২৫ হাজার এবং টিম বয় ১০ হাজার টাকা পারিশ্রমিক।
টুর্নামেন্টে চারটি ক্লাব অংশ নিলেও ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতির আশ্বাসের ভিত্তিতেই টুর্নামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ৫৬ ক্রিকেটার ও টিম স্টাফদের চেক রেডি করে রাখা হয়। ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পরপরই প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা তাদের পারিশ্রমিকের চেক নিয়ে গেছেন। ক্রিকেটারদের টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টুর্নামেন্টের পরিকল্পনাকারী ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন, 'ক্রিকেটারদের চেক রেডি। ফাইনালের পরপরই প্রাইম ব্যাংক ও ইউসিবি-বিসিবি একাদশের ক্রিকেটাররা চেক নিয়ে গেছেন।
আবাহনী ও মোহামেডানের বেশ কয়েকজন ক্রিকেটারও চেক নিয়েছেন। '
বিসিবি সভাপতির আশ্বাসে ক্রিকেটাররা টাকা পেয়েছেন। কিন্তু বিসিবির আশ্বাসের পরও প্রিমিয়ার ক্রিকেটের অর্থ এখনো পাননি ক্রিকেটাররা। আর বিপিএলের দ্বিতীয় আসরের টাকা আর পাবেন কি না, সে বিষয়ের আর কোনো কিছুই জানেন না ক্রিকেটাররা। যদিও বিপিএলের দ্বিতীয় আসরের সদস্যসচিব ইসমাইল হায়দার মলি্লক জানিয়েছেন, ফেব্রুয়ারিতে ট্রাইব্যুনাল কমিটির কার্যক্রম শেষ হওয়ার পরই পরিষ্কার বোঝা যাবে বিপিএলের অর্থ ক্রিকেটাররা পাবেন কি না? তবে তিনি আশ্বাস দিয়েছেন ক্রিকেটারদের টাকা পাওয়ার বিষয়টি।
এখন শুধু ক্রিকেটারদের অপেক্ষার পালা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।