বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় হিলির ইটাই বাওনা বাজার এলাকায় এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
হাকিমপুর থানার ওসি আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ নিয়ে গাইবান্ধার সাদুল্লাপুর যাওয়ার পথে ঘোড়াঘাট সড়কে হামলার শিকার হয় ট্রাকটি।
ইটাই বাওনা এলাকায় দুবৃত্তরা পেট্রল বোমা ছুড়লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় পুরো ট্রাকে আগুন ধরে যায়।
এতে চালক শাহ নেওয়াজ ও পেঁয়াজ ব্যবসায়ী আদিনুর রহমান ঘটনাস্থলেই মারা যান। ওই ট্রাকে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে ওসি জানান।
আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদে পরিচয় পুলিশ জানাতে পারেনি।
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাকিমপুর থানায় নিয়ে নিয়ে গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।