আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার ‘অসুবিধা’ যাতে না হয়: স্পিকার

বৃহস্পতিবার বিএনপির সংসদীয় প্রতিনিধি দল স্মারকলিপির দেয়ার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং পুলিশের মহা পরিদর্শক (আইজিপির) হাসান মাহমুদ খন্দকারের সঙ্গে কথা বলেন শিরীন শারমিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বলেছি, বিরোধীদলীয় নেতার নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করে তিনি যাতে কোনো ধরনের  অসুবিধার সম্মুখীন না হন, সেদিকে লক্ষ্য রাখতে বলেছি। ”
স্পিকারের সঙ্গে দেখা করে খালেদা জিয়া অন্তরীণ কি না, তা  জানতে চেয়েছে বিএনপির সংসদীয় দল।
শিরীন শারমীন বলেন, “স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমাকে জানিয়েছেন, খালেদা জিয়া অন্তরীণ বা গ্রেপ্তার নন। এগুলো করতে হলে আইনি প্রক্রিয়া আছে।

বিদেশি রাষ্ট্রদূতরাও তার সঙ্গে দেখা করছেন। বিরোধীদলীয় নেতার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার বাড়ির চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ”
বৃহস্পতিবার সকালে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে আট সদস্যের সংসদীয় প্রতিনিধি দল স্পিকারের কাছে স্মারকলিপি দেন।
বিরোধী দলীয় নেতাকে তার বাড়িতে ‘অবরুদ্ধ’ করে রাখা হয়েছে দাবি করে স্পিকারের হস্তক্ষেপ চান তারা। শুক্রবার এ বিষয়ে কথা বলতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন তারা।


আইজিপির সঙ্গে কথা বলার সময় বিরোধী দলীয় নেতার বাড়ির দুইপাশে বালির ট্রাক রাখার বিষয়টিও জানতে চান স্পিকার।
এ বিষয়ে তিনি বলেন, “আইজিপি বলেছেন, নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে তারা অনেক ধরনের কৌশল নিয়ে থাকেন।

সড়কের পশ্চিম মুখে দাঁড় করিয়ে রাখা তিনটি ট্রাক

“আইজিপি আরো বলেছেন, পরিস্থিতি বিবেচনায় তারা নিরাপত্তা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন। কখন, কতটুকু জোরদার করা হবে সেটা আপেক্ষিক। ”
সড়কের পশ্চিম মুখে দাঁড় করিয়ে রাখা তিনটি ট্রাক
বিরোধী জোটের ডাকা ঢাকামুখী অভিযাত্রা ও নয়া পল্টনে সমাবেশ করতে না পেরে ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচন ঠেকাতে বুধবার বছরের প্রথম দিন থেকেই সারা দেশে লাগাতার অবরোধ শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।


বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত রোববার নয়া পল্টনে যেতে চাইলেও পুলিশের বাধায় তিনি গুলশানের বাসা থেকে বের হতে পারেননি।
খালেদাকে ‘কার্যত গৃহবন্দি’ করে রাখা হয়েছে বলে বিএনপি অভিযোগ করলেও সরকারের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।