আমাদের কথা খুঁজে নিন

   

গেমস ওয়ার্ল্ড [পর্ব-৩০] :: বিভিন্ন মাল্টিপ্লেয়ার অনলাইন গেমসের ওয়েবসাইট হ্যাক করলো DERP !

কিছুদিন আগেই হঠাৎ DDoS অ্যাটাকের মাধ্যমে বিখ্যাত বিভিন্ন ওয়েবসাইট এবং তাদের সংশ্লিষ্ঠ সার্ভার হ্যাক করলো নতুন প্রভাবশালী হ্যাকার টিম DERP ।  
তারা ইতিমধ্যে বিখ্যাত মাল্টিপ্লেয়ার অনলাইন গেমসের ওয়েবসাইট লিগ অফ লেজেন্ড হ্যাক করে তাদের সাফল্য এবং প্রভাব দুইটিই দেখিয়েছে । শুধু তাই নয় মজাদার অনলাইন গেমস ডোটা টু ,  জনপ্রিয় গেমস প্রকাশক কোম্পানি ইলেকট্রনিকস আর্টস , ক্লাব পেঙ্গুইন এবং ব্যাটেল ডট নেট তারা হ্যাক করেছে ।

তারা তাদের কার্যক্রমের নতুন তথ্য তাদের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানাচ্ছে । তাদের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে বুঝা যাচ্ছে যে , তাদের দলের প্রধানের নাম
PhantomL0rd ।

  ৩১ ডিসেম্বর আমেরিকার সময় ৩টা  ১২ মিনিটে ফ্যান্টম
লর্ড ডোটা টু  হ্যাকের কথা নিশ্চিত করে । এর আগে তারা লিগ অফ লেজেন্ড  এবং ব্যাটেল ডট নেট হ্যাকের সিদ্ধান্ত প্রকাশ করে ।   তারপর সেই রাতেই ইলেকট্রনিকস আর্টস এবং ক্লাব পেঙ্গুইনের ওয়েবসাইট হ্যাকের কথা নিশ্চিত করে DERP ।

অনেকের মনেই হয়তো প্রশ্ন জেগেছে DDoS অ্যাটাক কি । DDoS অ্যাটাক এর পূর্ণাঙ্গ রুপ হচ্ছে  Distributed Denial of Service অ্যাটাক  ।

এটি এক ধরনের DoS আক্রমণ । সহজ ভাষায় , এই আক্রমনের সময় একটি সিস্টেম অন্য অনেক গুলো সিস্টেমকে তার নিজের আয়ত্তে নিয়ে আসে । তারপর ওই সিস্টেমগুলো দ্বারা একটি চিহ্নিত সিস্টেমকে আক্রমণ করা হয় । ফলে সহজে বুঝা যায় না কোন সিস্টেম এই অপকর্মের সাথে জড়িত । ওই সিস্টেম গুলো বিভিন্ন ভাইরাসের মাধ্যমে হ্যাকাররা নিজেদের কবলে নিয়ে আসে ।


শুধু তাই নয় তারা তাদের নতুন টার্গেটের কথা প্রকাশ করেছে এবং কিছুক্ষণ আগের একটি খবরের মাধ্যমে আমি জানতে পেরেছি , তারা তাদের কার্যক্রম কিছুদিন বন্ধ রাখার পর আবার আবার শুরু করেছে । তারা প্লেস্টেশন নেটওয়ার্কের মতো নামীদামি সাইটকে হ্যাক করেছে । যদিও কিছু সময় সেই সাইট  বন্ধ করে রাখতে সক্ষম হয়েছে । এছাড়াও তারা প্লেস্টেশন নেটওয়ার্কের সাথে সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইট ডাউন করিয়ে দিয়েছে । আর সে গুলো হচ্ছে ডিসি ইউনিভার্স অনলাইন , প্ল্যানেটসাইট টু , Free Realms , Everquest ।

খবরটি জানার পর এসব ওয়েবসাইটে আমি ঢুকার চেষ্টা করি । কিন্তু দেখতে পারি যে , ওয়েবসাইট গুলো এখনো ডাউন হয়ে আছে ।
ফলে DERP আবার কোন ওয়েবসাইটে হামলা করবে তা বলা সম্ভব হচ্ছে না । তাই সব নামিদামী ওয়েবসাইট গুলোর এডমিন এবং মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ।
যদি কেউ DERP এর প্রধান হ্যাকার ফ্যান্টম লর্ডকে টুইটারে ফলো করতে ইচ্ছুক হোন তাহলে এই লিংকে যেতে পারেন https://twitter.com/PhantomL0rd ।





planetside 2

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.