আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়ায় আওয়ামীলীগ বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া

বগুড়ার সোনাতলায় আওয়ামীলীগ-বিএনপির মিছিল নিয়ে উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

ককটেল বিস্ফোরণে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫০ রাউন্ড ফাকা রাবার বুলেট ছুঁড়েছে। এঘটনায় উভয় দলের ৮জন আহত হয়েছে বলে দাবী করা হয়েছে।

জানা যায়, আজ বিকেলে সোনাতলা উপজেলা সদরে উপজেলা ১৮ দল ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি উপজেলার পিটিআইমোড়ে পৌঁছিলে উপজেলা আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিলের মুখোমুখি হয়।

এসময় উভয় দলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনার এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা চলাকালে ১০/১২টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ধাওয়া পাল্টায় ঘটনায় উপজেলা আওয়ামীলীগের পক্ষে ৪ কর্মী এবং উপজেলা বিএনপির ৪ কর্মী আহত হয়েছে বলে দাবী করা হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে ৫০ রাউন্ড ফাকা গুলি ছোঁড়া হয়।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ খালেকুজ্জামান জানান, ৫০ রাউন্ড ফাকা গুলি ছোঁড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.