আমাদের কথা খুঁজে নিন

   

পিঠাপুলির জেফত দিলাম, আঙ্গ বাইত আইয়ো

আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন

পিঠাপুলির জেফত দিলাম
আঙ্গ বাইত আইয়ো
বিছায়ে দিমু গরমপাটি
আরাম কইরা বইয়ো

আইয়ো তোমরা আইয়ো কিন্তু
আইয়ো আমগো বাইতে
হরেক রকম পিঠা দিমু
আশ মিটাইয়া খাইতে

চিড়া-মুড়ি-দধি দিমু
টাটকা খেজুর রসে
দাদীর হাতের পিঠা খাবে
রান্নাঘরে বসে

দেখবে ঘুরে এই গেরামের
মানুষ কত ভালো রে
দেখলে মেমান টেনে নেবে
মুখটা করে আলো রে

জেফত দিলাম ভাইয়া আপু
আইয়ো সবাই আইয়ো
আওয়ার বেলা যেমন তেমন
আমার ইচ্ছায় যাইয়ো


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।