আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ছাত্রলীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

আমি মানুষকে ভালবাসি। মানুষের কাছে থাকতে চাই। আমি চাই অনেক মানুষ আমাকে ভালবাসুক। বাংলাদেশ ছাত্রলীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল। প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আগামী কাল শুক্রবার ৪ জানুয়ারী থেকে চার দিনের বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

আজ(মঙ্গলবার) রাত ১২টা এক মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গনে কেক কাটার মধ্য দিয়ে শুরু হবে কর্মসূচি। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বাংলাসংবাদ২৪কে বলন, রাত ১২.০১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গনে সংগঠণের প্রসিডেন্ট হিসেবে আমি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ কেক কাটবেন। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তারা। তন্মধ্যে সকাল ৭.০০ টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। মাননীয় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে সংগঠণের কন্দ্রীয় কমান্ড।

পরে সকাল ১১টায় ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত হবে ছাত্রসমাবেশ এবং রেলী। এছাড়াও ছাত্রদের মাঝে বৃত্তিপ্রদান, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগের প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠালগ্নে নাইমউদ্দিন আহম্মেদকে আহবায়ক করে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। শেখ মুজিবুর রহমান ছিলেন এর প্রতিষ্ঠাতা সদস্য।

১৯৪৯ সালের ৫ সেপ্টেম্বর রাজধানীর আরমানিটোলায় ছাত্রলীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দবিরুল ইসলাম সভাপতি ও মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৬’র ছয়দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধসহ বাঙালির অধিকার আদায়ের বিভিন্ন সংগ্রাম এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল ছাত্রলীগের। বাংলাদশ আওয়ামী লীগের অঙ্গসংঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশের ছাত্র রাজনীতির অঙ্গণে সবচেয়ে বড় ও শক্তিশালী একটি দল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.