হাসপাতালে সুচিত্রাকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কথা বললেন সুচিত্রা সেনের মেডিক্যাল টিমের সঙ্গে। কথা হয় মুনমুন সেনসহ মহানায়িকার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও।
শুক্রবার বিকেলে হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সুচিত্রা সেন এখন ভালো আছেন। চিকিৎসক সুব্রত মৈত্রর সঙ্গে কথা বলে এমনটাই জানতে পেরেছেন তিনি।
এদিন দুপুরে নতুন করে ফের শারীরিক অবস্থার অবনতি হয় সুচিত্রা সেনের। শুক্রবার সকাল থেকে তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যায়। ফলে তাঁকে রাখা হয় নন-ইনভেসিভ ভেন্টিলেশনে। সকাল থেকে বাড়িয়ে দেওয়া হয় তাঁর অক্সিজেনের মাত্রা।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, মহানায়িকার হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই।
স্বাভাবিক রয়েছে তার রক্তচাপও।
গত ২৮ ডিসেম্বর থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। মাঝে মাঝেই তাঁকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়েছিল। অক্সিজেনের পাশাপাশি তাঁকে ওষুধ ও ইনজেকশন দেওয়া হচ্ছে বলে হাসপাতালসূত্রে জানা গেছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।