আমাদের কথা খুঁজে নিন

   

চলচ্চিত্রে মাহিন সাবিন রাফি

এ সিনেমার মাধ্যমে রাফি নামে মিডিয়াতে পরিচিত হবেন বলে গ্লিটজকে জানিয়েছেন মাহিন।
রাফি গ্লিটজকে বলেন, “দেশাত্মবোধক গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘সংকল্প’। সিনেমাটি অফট্র্যাকের। গল্পটি দারুণ লেগেছে আমার। ”
রাফি জানান, এখন বেশ কটি সিনেমার অফার আসছে।

মনের মতো গল্প ও চরিত্র পেলে তিনি আরও কিছু সিনেমাতে চুক্তিবদ্ধ হবেন।




২০০৯ সালে নাগরিক নাট্যদলের হয়ে অভিনয় জীবন শুরু করেন রাফি। এরপর ‘গুপ্তধন’ সিরিয়ালের মাধ্যমে টিভিপর্দায় অভিষেক হয় তার। এতে তার চরিত্রের নাম ছিল কুসুম। এরপর তিনি অভিনয় করেছেন মিজানুর রহমান লাবুর ‘কচুরিপানা’, সালেহ আহমেদ মনার ‘কাঁটাতারের বেড়া’, আহমেদ আজিম টিটুর ‘চোখ’ নাটকে।

সালাউদ্দিন লাভলুর ‘শখ’, রাজিবুল ইসলাম রাজিবের ‘আদ্রিতা হত্যাকান্ড’ এবং পারভেজ আমিনের ‘এবং পুস্প’ শিরোনামের তিনটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি।  
রাফি জানান, তার ক্যারিয়ারে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ ছিল ‘কাঁটাতারের বেড়া’ ও ‘আদৃতা হত্যাকান্ড’। ‘কাঁটাতারের বেড়া’ নাটকে রাফি যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছিলেন।
রাফি বলেন, “পুরো নাটকের দৃশ্যায়ন হয়েছিল টাঙ্গাইলের এক যৌনপল্লীতে। সেখানে হতভাগ্য নারীদের জীবনের গল্প ফুটিয়ে তোলার কাজটি খুব সহজ ছিল না।


সিনেমার ব্যস্ততায় নাটকের কাজ কমিয়ে দিয়েছেন রাফি। তবে টিভিকে বিদায় বলছেন না এখনই।  

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।