আমাদের কথা খুঁজে নিন

   

দোহারে নির্বাচনী সহিংসতা, নিহত ৩

পুলিশ ও এলাকাবাসী জানায়, দোহারের হাজারবিঘা গ্রামে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন ও দোহার থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা বাশার চকদারের সমর্থকরা সোমবার সকাল ৯টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে এই সংঘর্ষে জড়ায়।

এদের মধ্যে আলাউদ্দিন স্থানীয় আওয়ামী লীগ নেতা হলেও নির্বাচনে তিনি দোহার আসনের বিজয়ী প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলামের পক্ষে কাজ করেন বলে এলাকাবাসী জানান। আর বাশার চকদার রির্বাচনের পরাজিত প্রার্থী সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের অনুসারী হিসাবে পরিচিত।

সহকারী পুলিশ সুপার শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সংঘর্ষে হতাহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। তার আগে বিস্তারিত বলা যাচ্ছে না।”

সংঘর্ আহত আরো অন্তত ১৫জনকে দোহার স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়েছে বলে দায়িত্বরত চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।