আমাদের কথা খুঁজে নিন

   

যাযাবরের গন্তব্য

যাযাবরের গন্তব্য - যাযাবর জীবন সকালের সূর্যোদয় রাঙ্গা প্রভাতে, নতুন দিনে সাজে পৃথিবী মনুষ্যের দল ছুটে চলে যে যার পথে কর্ম সংস্থানে পশু পাখির দল ছোটে খাদ্য অন্বেষণে আমি তখন গভীর ঘুমে। দিনের প্রহর গুলো কেটে যায় নিমিষেই যেন কেমন করে মনুষ্য সমাজ সারাদিন কর্ম ব্যস্ততার মাঝে দিন কাটায় গরিবের দুমুঠো ভাতের চাহিদা মধ্যবিত্তের সংসারের লাঙ্গল টানা আর উচ্চবিত্তের আরো টাকার পেছনে ছোঁটা আমার আলসে দিন কাটে খুব ধীরে ধীরে হয়তো ঘণ্টার পর ঘণ্টা বিছানায় গড়িয়ে কোনো দিন হয়তো ব্যস্ত নগরীর দিকে তাকিয়ে আর খুব মাঝে মাঝে, নাহ ঠিক বললাম না খুব প্রায়ঃশই দিন কাটে ভালোবাসার অনুরাগে পথের দিকে চেয়ে, কারো ফিরে আসার প্রতীক্ষায় যে পথ ধরে সে গিয়েছিল চলে। পৃথিবী ঘুরতে থাকে তার অক্ষের ওপর দিন শেষে সন্ধ্যে ঘনিয়ে আসে রবি বিদায় নেয় পৃথিবী থেকে মসজিদগুলো থেকে আজানের ধ্বনি ভেসে আসে মন্দিরগুলোতে কাঁসার ঘণ্টা বাজে পাখপাখালির দলের ঘরে ফেরার সময় মনুষ্য সমাজের কর্ম ব্যস্ততা শেষ হয় ঘরে ফেরার পালা তাঁদেরও কেও পায়ে হেঁটে কেও বাসে ঝুলে ঝুলে আর কেওবা এসি গাড়ির কালো গ্লাসটা উঠিয়ে দিয়ে গন্তব্যহীন আমি হেঁটে চলি অলিগলি রাস্তার পথে কখনো রেললাইনের স্লিপার গুনে গুনে একমনে কর্ম ব্যস্ততা আমার সয় না। রাতের শুরুতে স্তব্ধতা নেমে আসে ধরাচর জুড়ে সারাদিনের ক্লান্তি শেষে মানুষ চলে যায় ঘুমের দেশে পশু পাখিগুলোও যার যার ঘরে নিদ্রায় ঢলে পড়ে নিস্তব্ধ রাত নেমে আসে পৃথিবীর বুকে আমার চোখে ঘুম নেই কার কথা মনে করে কি জানি? এখন আর ভাবালু মনে আকাশের দিকে চাই না এখন আর ভরা জ্যোৎস্নায় নিজেকে হারাই না শুধু চেয়ে থাকি অন্ধকারের দিকে কি জানি কি ভেবে? আমার সকাল কাটে গভীর ঘুমে দুপুর কাটে হয়তো কারো পথ চেয়ে বিকেল বেলায় আলসে অবসরে আমি সন্ধ্যের আধো অন্ধকার দেখি নির্লিপ্ত চোখে রাতের আকাশে তারা গুলো আর গুনতে ইচ্ছে হয় না প্রহরগুলো কেটে যাচ্ছে ঘোরের মাঝে মনের বিচরণ আলুথালু বেশে স্বপ্নের দেশে আমার কাছে সবাই আপন আবার সবাই কেমন জানি পর গন্তব্যহীন এক জীবন বেছে নিয়েছি কারণ আমি এক যাযাবর। যাযাবরের কোন নির্দিষ্ট গন্তব্য থাকতে নেই থাকতে নেই কোনো লক্ষ্য, কোনো চাহিদা তার মনে স্থান নেই কোনো ভালোবাসার অপেক্ষায় বসে নেই কেও তার জন্য তাই তাড়া নেই তার কোথাও যাবার পিছুটান নেই কোনো আপন জনার তাই তাড়া নেই তার কোথাও ফেরার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।