অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... যাযাবর মন ছুটে চলে সারাক্ষণ মানে না সে কোন বাধন বারণ, প্রাণের মাঝে আবেগ নতুন রাগে সব ভুলে ছুটে দূর্বার বেগে। অপ্রকাশিত কত ভাষা কত আশা অবিকশিত স্বপ্ন তৃষা চায় পূর্ণতা, হৃদয়ের মাঝে আবেগের দহন বড় জ্বলে পুড়ে নিঃশেষ হইনি কারো! নিঃস্ব ভগ্ন প্রাণে স্বপ্ন বুনে ব্যাথা কষ্ট ভুলে নতুন করে, যৌবন রাগে সাজুক জীবন আবার শূণ্যতার মাঝে খুলুক ফাগুনের দ্বার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।