আমাদের কথা খুঁজে নিন

   

♣বলধা গার্ডেন: যাযাবরের শখের ফটোগ্রাফী♣

নহি দেবী, নহি সামান্যা নারী। বলধা গার্ডেন বলধা গার্ডেন পুরান ঢাকার ওয়ারীতে..একটি মনোরম বোটানিক্যাল গার্ডেন। ভেতরে ঢোকার টিকেট জন প্রতি ১০ টাকা করে। হরেক রকমর বৃক্ষ, ছায়া ঘেরা শান্ত পরিবেশ সত্যিই মনকে প্রফুল্ল করে দেয়। কিছুদিন আগে গিয়েছিলাম।

তুলে রেখেছিলাম কিছু ছবি। তার থেকেই কিছু শেয়ার করলাম। পুরো বাগানের একটি কোলাজ পদ্ম পুকুর পদ্ম পুকুরের মনোরম পার বাঁধানো ঘাট নাম না জানা সূর্য ঘড়ি গাছের কচি পাতা বাঁধানো পদ্ম পুকুরের ছোট সংস্করণ আরেকটা বাচ্চা পদ্ম পুকুর পরিবেশ রক্ষার্থে এই বাড়িটার নাম জয় কেন বুঝলাম না! এন.রয় নামের একজন প্রকৃতি প্রেমিকের করা এই স্তম্ভ যেখানেএকেবারেউপরে লেখা আছে "সত্যাৎ নাস্তি পরো ধর্ম্ম জ্ঞানাৎ মুক্তি" উদয় পদ্ম গাছ প্রাকৃতিক কর্ম সাধনে আরেকটি বাচ্চা পুকুর এটা বলধা গার্ডেনের বিপরীত গেট এটাকে বলধা গার্ডেনের স্টোর রুম বলা যায় এখানে কিছু বর্ণনা পাবেন। ভেতরে ঢুকতে পারি নি! সময় সুযোগ পেলেই ঘুরে আসুন প্রিয়জনদের নিয়ে। ভালো লাগবে আশা করি।

সবাই ভালো থাকুন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.