বি এন পি বনাম আওয়ামিলীগের উন্নয়নের ফিরিস্তি এই শাসনামলে আওয়ামী সরকারের উন্নয়ন ::
*** হাতিরঝিল প্রকল্ *** মিরপুর-এয়ারপোর্ট ফ্লাইওভার *** বনানীর ফ্লাইওভার *** কুড়িল ফ্লাইওভার *** যাত্রাবাড়ি-গুলিস্তান ফ্লাইওভার *** যোগাযোগ ব্যবস্থা (ডেমু ট্রেন + ঢাকা থেকে সব রুটে বি.আর.টি.সি. বাস সার্ভিস) *প্রবৃদ্ধি অর্জন। বি,এন,পি ২০০৬ = ৫.৭% আওয়ামীলীগ ২০১৩ = ৬.৭% *মাথাপিছু গড় আয় বি,এন,পি ২০০৬ = ৪২৭ র্মাকিন ডলার আওয়ামীলীগ ২০১৩ = ৯১৪ র্মাকিন ডলার *স্বাক্ষরতার হার। বি,এন,পি২০০৬ = ৫১.৯০% আওয়ামীলীগ ২০১৩ = ৬৫.০৪% *রেমিটেন্স প্রবাহ। বি,এন,পি ২০০৬ = ১৩ বিলিয়ন র্মাকিন ডলার আওয়ামীলীগ ২০১৩ = ৪৮ বিলিয়ন র্মাকিন ডলার *দারিদ্র হার বি,এন,পি ২০০৬ = ৪১.৫১% আওয়ামীলীগ ২০১৩ = ২৯.০৩% *কর্মসংস্থান। বি,এন,পি ২০০৬ = ২৪ লক্ষ আওয়ামীলীগ ২০১৩ = ৭৫ লক্ষ *বৈদেশিক বিনিয়োগ।
বি,এন,পি ২০০৬ = ১৮৭ কোটি র্মাকিন ডলার আওয়ামীলীগ ২০১৩ = ৩৮২ কোটি র্মাকিন ডলার। *মাতৃত্বকালীন ছুটি। বি,এন,পি ২০০৬ = ৪মাস। আওয়ামীলীগ ২০১৩ = ৬ মাস। *ইন্টার নেট গ্রাহক সংখ্যা।
বি,এন,পি ২০০৬ = ৫৭ লক্ষ আওয়ামীলীগ ২০১৩ = ৪ কোটি *জনশক্তি রপ্তানি। বি,এন,পি ২০০৬ = ৯ লক্ষ ৮ হাজার আওয়ামীলীগ ২০১৩ = ২০ লক্ষ ৪০ হাজার *শিশু মৃত্যুর হার। বি,এন,পি ২০০৬ = ৬.১০% আওয়ামীলীগ ২০১৩ = ৩.৯৯% *পোষাক রপ্তানিতে বিশ্বের অবস্থান। বি,এন,পি ২০০৬ = চর্তুথ। আওয়ামীলীগ ২০১৩ = দ্বিতীয়।
*খাদ্য নিরাপত্তা পরিস্থিতি। বি,এন,পি ২০০৬ = ৩০ লক্ষ মেট্রিক টন খাদ্য (ঘাটতি) আওয়ামীলীগ ২০১৩ = ২৩ লক্ষ মেট্রিক টন খাদ্য ( উদ্বৃত) *স্বাস্থ সেবা। বি,এন,পি ২০০৬ = অসম্মতি আওয়ামীলীগ ২০১৩ = ১৫ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্টা *সর্বোচ্চ বিদ্যুত উৎপাদন ক্ষমতা। বি,এন,পি ২০০৬ = ৩১০০ মেগাওয়াট। আওয়ামীলীগ ২০১৩ = ৮৫২৫ মেগাওয়াট।
*জ্বালানী তেলের মুল্য বৃদ্ধি গড়। বি,এন,পি ২০০৬ = ১৩৬% আওয়ামীলীগ ২০১৩ = ৩৮% *সমুদ্র সীমা জয়। বি,এন,পি ২০০৬ = নিস্ক্রিয় আওয়ামীলীগ২০১৩ = ১১১৬৩১ বর্গ কি, মি, *শ্রমিকদের নুন্যতম মজুরি। বি,এন,পি ২০০৬ = ১৬৬২ টাকা। আওয়ামীলীগ ২০১৩ = ৩০০০ টাকা।
*রপ্তানি আয়। বি,এন,পি ২০০৬ = ১.০৩ বিলিয়ন র্মাকিন ডলার। আওয়ামীলীগ ২০১৩ = ২.৪৩ বিলিয়ন র্মাকিন ডলার। *হাসপাতালের সংখ্যা। বি,এন,পি ২০০৬ = ১৬৮৩ টি।
আওয়ামীলীগ ২০১৩ = ২৫০১ টি। *পবিত্র হজ্ব পালন। বি,এন,পি ২০০৬ = ৪০ হাজার যাত্রী ( সার্বোচ্চ) আওয়ামীলীগ২০১৩ = ১ লক্ষ ১০ হাজার যাত্রী ( সর্বোচ্চ) *জেলেদেরকে খাদ্য সহায়তা। বি,এন,পি ২০০৬ = ৬৫০০ মেট্রিক টন। আওয়ামীলীগ ২০১৩ = ৫৬২০০ মেট্রিক টন।
*দৈনিক গ্যাস উত্তোলন। বি,এন,পি ২০০৬ = ১৫৩১ মিলিয়ন ঘনফুট । আওয়ামীলীগ ২০১৩ = ২২৫০ মিলিয়ন ঘনফুট। *বৈদেশিক মুদ্রার রিজার্ভ বি,এন,পি ২০০৬ = ৩.৮৮ বিলিয়ন র্মাকিন ডলার আওয়ামীলীগ২০১৩ = ১৩.১১ বিলিয়ন র্মাকিন ডলার।
প্রথম আলু
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।