প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, টয়োটা তাদের ভিন্নধর্মী এ গাড়িটির নাম দিয়েছে ‘ফুয়েল সেল ভিয়েকল (এফসিভি) ইলেকট্রনিক কনসেপ্ট কার’।
এফসিভি ইলেকট্রনিক কনসেপ্ট গাড়িটিতে হাইড্রোজেন ও বাতাস মিশ্রণে পানি উৎপন্ন হয়, যা পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদনে করে। আর এ উৎপাদিত বিদ্যুতের মাধ্যমেই গাড়িটি চলার শক্তি পেয়ে থাকে। গাড়িটি একবার রিফিলেই তিনশ’ দশ মাইল অনায়াসে চলতে পারবে বলে জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান। মাঝারি আকৃতির চার দরজাবিশিষ্ট এ গাড়িটি থেকে পানির বাষ্প ছাড়া অন্য কিছু নির্গমন হয় না বলে প্রতিবেদনে জানিয়েছে ম্যাশএবল।
এ গাড়িটি প্রসঙ্গে টয়োটার একজন মুখপাত্র জানিয়েছেন, পানি এবং বিদ্যুত তৈরির ক্ষেত্রে হাইড্রোজেন বেশ সুন্দরভাবে অক্সিজেনের সঙ্গে কাজ করতে পারে। তবে গাড়িটি তৈরিতে বেশ কিছু উল্লেখযোগ্য চ্যালেঞ্জ ছিল। এর মধ্যে প্রথম চ্যালেঞ্জটিই ছিল মানুষের জন্য সাশ্রয়ী হবে এমনভাবে গাড়িটিকে তৈরি করা।
গাড়িটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটি রিফিল করতে পারবে এমন ফুয়েলিং স্টেশন খুঁজে পাওয়া। তবে ক্যালিফোর্নিয়া ২০১৫ সাল নাগাদ গাড়িটির জন্য উপযোগী হবে এমন বিশটি ফুয়েলিং স্টেশন স্থাপনের জন্য বিশ কোটি ডলার আর্থিক সহায়তা দিতে রাজি হয়েছে।
টয়োটার এ গাড়িটি ২০১৫ সাল নাগাদ বাজারে আসতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।