আমাদের কথা খুঁজে নিন

   

চালকবিহীন গাড়ির প্রযুক্তি আনছে টয়োটা

আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো চালকবিহীন গাড়ি কথাটা হয়তো নতুন নয়, তবে চালকবিহীন গাড়ির জন্য নিরাপত্তা ব্যবস্থা বেশ নতুন। নিরাপত্তা প্রযুক্তিসহ চালকবিহীন গাড়ি তৈরি করেছে টয়োটা। ৮ জানুয়ারি লাসভেগাসে অনুষ্ঠিতব্য সিইএস মেলায় চালকবিহীন গাড়ির নিরাপত্তা প্রযুক্তি দেখাতে পারে টয়োটা। খবর বিবিসির। টয়োটা জানিয়েছে, তাদের তৈরি চালকবিহীন গাড়িতে যে নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করা হবে তাতে গাড়ি দুর্ঘটনা কমে যাবে।

এ নিরাপত্তা প্রযুক্তি তৈরিতে ব্যবহার করা হয়েছে রাডার ও ভিডিও ক্যামেরা। এ গাড়িটি অন্য গাড়ির সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে। টয়োটার এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তির টয়োটা গাড়িতে আইটিএস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা রাডার ও ভিডিও ক্যামেরার সাহায্যে রাস্তা ও চালকের ওপর নজর রাখে। গাড়ি চালাতে চালাতে চালক ঘুমিয়ে পড়লে গাড়ি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে। এছাড়া চালকের স্মার্টফোনের মাধ্যমে গাড়ি চলার পথের আশপাশের বিভিন্ন তথ্য দেখাবে।

খবরের সূত্র এই লিংকে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.