ভ্যালেন্সিয়ার মাঠে প্রথম থেকেই বল দখলে এগিয়ে ছিল স্বাগতিকরা। বেশ ক'টি সুযোগ পেলেও আক্রমণভাগের ভাগের ব্যর্থতায় গোল পায়নি তারা।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ছিল ভ্যালেন্সিয়া কিন্তু ৭২ মিনিটে ধারার বিপরীতে এগিয়ে যায় আতলেতিকো। হেড করে দলকে এগিয়ে দেন স্পেনের মিডফিল্ডার রাউল গার্সিয়া।
ইনজুরি সময়ের শেষ মুহূর্তে ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান পর্তুগালের স্ট্রাইকার হেল্ডার পস্তিগা।
ফিরতি লেগে আগামী মঙ্গলবার ঘরের মাঠে খেলবে আতলেতিকো।
লিগে ১৮ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। বার্সেলোনার পয়েন্টও তাদের সমান তবে গোল ব্যবধানে এগিয়ে বার্সা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।