বসুন্ধরা গ্রুপ ক্রীড়া উৎসবের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডাস্ট্রিয়াল কিংস। টান টান উত্তেজনাপূর্ণ ফাইনালে তারা ৪ রানে হারিয়েছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপকে। টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ইন্ডাস্ট্রিয়াল কিংস।
বসুন্ধরা আবাসিক এলাকার আই-ব্লকের মাঠে গতকাল অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সাফওয়ান সোবহান। খেলা শেষে তিনি ইন্ডাস্ট্রিয়াল কিংসের অধিনায়ক অসীম ভট্টাচার্যের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
ফাইনালে কাল টস জিতে মিডিয়া গ্রুপের অধিনায়ক রায়হানুল ইসলাম ইন্ডাস্ট্রিয়াল কিংসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। প্রতিপক্ষকে মাত্র ৮৬ রানে অলআউট করে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে মিডিয়ার বোলাররা। সর্বোচ্চ ১৬ রান আসে ইন্ডাস্ট্রিয়ালের ব্যাটসম্যান তানভীরের ব্যাট থেকে। তিনি ১টি বাউন্ডারি ও ১ ছক্কায় ১৬ বলে এই রান করেন। এছাড়া মিনহাজ ১১ বলে ১৩ এবং ১৭ বলে ১২ রান করে ওপেনার জুয়েল।
মিডিয়ার পক্ষে ৯ রানে চার উইকেট নিয়েছেন মোমেন। এছাড়া তরু ও আতিক দুটি করে উইকেট নেন।
টার্গেট মাত্র ৮৭ রান। টি-২০তে মোটেও বড় টার্গেট নয়। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৮২ রানে অলআউট হয়ে যায় মিডিয়া গ্রুপ।
৪ রানে জিতে যায় ইন্ডাস্ট্রিয়াল কিংস। সর্বোচ্চ ৩২ রান এসেছে ওপেনার মোমেনের ব্যাট থেকে। ২৮ বলে তিনটি বিশাল ছক্কা ও দুটি বাউন্ডারিতে এই রান করেন। এ ছাড়া আতিক করেছেন ১১ রান। মিডিয়ার আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেননি।
পাঁচ পাঁচজন ব্যাটসম্যান রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন। তবে মিডিয়ার শুরুটা কিন্তু ভালোই হয়েছিল।
শুরুর সেই গতিটা আর ধরে রাখতে পারেনি তারা। তাই তো তীরে এসেও যেন তরী ডুবে গেল মিডিয়ার। ইন্ডাস্ট্রিয়ালের বোলার তানভীর ৭ রানে ৪ উইকেট শিকার করেন।
মিনহাজ ১৬ রানে নিয়েছেন ৩ উইকেট। যৌথভাবে ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন মোমেন ও তানভীর।
গত ২৮ নভেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছিল বসুন্ধরা ক্রীড়া উৎসবের। এবারের টুর্নামেন্টে ক্রিকেট ছাড়াও ছিল ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ব্যাডমিন্টনের এককে ফাইনাল হয়েছে আগেই।
বাকি রয়েছে শুধু ডাবলস ইভেন্ট। আর কাল শেষ হলো বর্ণাঢ্য ক্রিকেট প্রতিযোগিতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।