লেখার চেয়ে পড়ায় আগ্রহী। ধার্মিক, পরমতসহিষ্ণু। ক। দেওবন্দীদের কাছে শোনা যায়, তারাই একমাত্র ইসলাম ধর্মের খাঁটি অনুসারী। আর বাকি যারা আছে, এর অধিকাংশই বিভ্রান্ত, গোমরাহ! অবশিষ্টাংশরা হল ইহুদির দালাল! এরা মোটা অঙ্কের টাকা খেয়ে ইহুদি-নাসারার দালালি করে!
খ।
বেরেলি গোষ্ঠীর কাছে শোনা যায়, তারাই একমাত্র মুসলমান, মহানবী সা.-এর আশেক। বাকিরা অধিকাংশ ইহুদি-নাসারার দালাল, বে-দীন। আবদুল ওহাব নাজদিসহ তার অনুসারী সালাফি মতবাদের সকল সৌদিয়ানই ইহুদির দালাল।
গ। শিয়াদের মতে, বিশেষত কট্টরপন্থী শিয়াদের মতে, কথিত সুন্নি সবাই কাফের, ইহুদি-নাসারার দালাল।
রাসুলের সময় থেকেই এরা এমন ষড়যন্ত্র করে আসছে। সুতরাং এদের বিশ্বাস করা যায় না।
ঘ। সুন্নিদের মতে, শিয়ারা কাফের। এরা ইহুদি-নাসারার দালাল।
এরা বাহ্যত ধর্মের কথা বলে নিজ দলের মানুষকে বিভ্রান্ত করছে মাত্র।
ঙ। তাবলিগিদের কাছে শোনা যায়, তারাই একমাত্র ইসলামের নিবেদিত অনুসারী, ইসলাম-প্রচারক গোষ্ঠী। বাকিরা ধর্ম সম্পর্কে অজ্ঞ। তাদেরটা ছাড়া ইসলামের নামে প্রচলিত অন্য সকল তৎপরতা ইহুদি-নাসারার ষড়যন্ত্রের অংশ।
ইহুদি নাসারা মুসলমানদের ধোঁকা দিয়ে নানা কাজে ব্যস্ত রাখে, যেন মূল দাওয়াতের কাজে অংশ নিতে না পারে।
চ। কওমি মাদরাসা-পড়–য়া গোষ্ঠীর মতে, বেরেলি মতবাদ ও মওদুদি-সালাফিবাদ ইহুদি-নাসারার ষড়যন্ত্রের অংশ। এরা সুপরিকল্পিতভাবে ইহুদি-নাসারার কর্মসূচি বাস্তবায়ন করছে।
ছ।
মওদুদি-অনুসারীদের মতে, তারাই একমাত্র ইসলামের সমঝদার ও একনিষ্ঠ কর্মী। আর বাকিরা বিভ্রান্ত। কওমি মাদরাসা ও তাবলিগিরা ইহুদি নাসারার ষড়যন্ত্রের অংশ। মানুষকে ধর্মীয় আন্দোলন থেকে সরিয়ে রাখার কৌশল হল এই তাবলিগ ও কওমি মাদরাসা।
জ।
সালাফিরা বলে, একামত্র তারাই ইসলামের মূলধারার অনুসারী ও ব্যাখ্যাকারী। অর বাকিরা হয় আকিদা-বিশ্বাসের দিক থেকে মুশরিক অথবা ইহুদি-নাসারার অনুসারী।
এ রকমভাবে বর্ণনা আরো বাড়ানো যায়। না বাড়িয়ে উপসংহার টানলেও কোনো ক্ষতি বৃদ্ধি হবে বলে মনে হয় না। আর তাই প্রশ্ন আসে, তাহলে মুসলিম কে? এ-কি অসহিষ্ণুতা, গণ্ডিবদ্ধতা ও জ্ঞানস্বল্পতার পরিণাম, নাকি সত্যিই সত্যিই এরা আচরিত ধর্মের আওতামুক্ত?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।