বুধবার রাত পৌনে ১০টার দিকে রাজশাহীর রাজপাড়া থানার বহরমপুর টুলটুলিপাড়া এলাকা এবং রাত পৌনে ৯টার দিকে যশোর-বেনাপোল সড়কের গাজীর দরগা এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নওয়াপাড়া মোকাম থেকে ইউরিয়া সার নিয়ে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে যাওয়ার পথে অবরোধকারীদের হামলার শিকার হয় একটি ট্রাক।
রাত পৌনে ৯টার দিকে যশোর-বেনাপোল সড়কের গাজীর দরগা এলাকায় ট্রাকটিতে পেট্রোল বোমা ছোড়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ট্রাক ও অর্ধেক সার অংশ পুড়ে যায়।
এতে চালক ডালিম হোসেন (৩৫) ও তার সহকারী সোহাগ হোসেন (২৫) দগ্ধ হন।
তাদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন সোহাগ জানান, জ্বলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়ে তারা প্রাণে রক্ষা পান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আক্তারুজ্জামান মীর্জা জানান, ডালিমের অবস্থা গুরুতর।
এদিকে রাজশাহীর গোদাগাড়ী থেকে টমেটো নিয়ে চট্টগ্রামের দিকে যাওয়ার সময় রাত পৌনে ১০টার দিকে নগরীর বাহরমপুর টুলটুলি পাড়া এলাকায় আক্রান্ত হয় একটি ট্রাক।
রাজশাহীর রাজপাড়া থানার ওসি এবিএম রেজাউল ইসলাম জানান, ১৫ থেকে ২০ জন যুবক ট্রাকের গতি রোধ করে দুটি পেট্রোল বোমা ছোড়ে।
এতে আতঙ্কিত হয়ে চালক ট্রাক থামিয়ে পালিয়ে যায়। এ সময় অবরোধকারীরা ট্রাকে আগুন দেয়।
এতে ট্রাকের সামনে অংশ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে একই এলাকায় বালিবাহী একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।