রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগে চরম মন্দা দেখা দিয়েছে। ব্যাংকগুলোতে অতিরিক্ত অলস তারল্যের কারণে আমানতের সুদ হার কয়েক দফা কমানো হয়েছে। সর্বশেষ গত ডিসেম্বরে সুদ হার কমানো হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে ব্যাংকের হাতে প্রায় ৯০ হাজার কোটি টাকা অলস তারল্য রয়েছে। ফলে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকসহ বেসরকারি ব্যাংকগুলোও তাদের আমানত সুদ হার কমিয়েছে।
গত এক বছর আগে আমানতের সুদর হার সর্বোচ্চ ১৩ শতাংশ থাকলেও বর্তমানে এ হার সর্বোচ্চ ১১ শতাংশ। অন্যদিকে ঋণ সুদ হার এখনো সর্বনিম্ন ১৭ শতাংশ। কোনো কোনো ব্যাংকে এ হার ২০ শতাংশের বেশি। বিশ্লেষকরা বলছেন, ঋণ এবং আমানত সুদের হারে পার্থক্য ৫ শতাশেংর বেশি হতে পারে না। এর সার্বিক নেতিবাচক প্রভাব পড়তে আমাদের সার্বিক অর্থনীতিতে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে জানা গেছে এক মাসের ব্যবধানে মেয়াদি আমানতে সুদ হার কমিয়েছে রাষ্ট্রীয় মালিকানার সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংক। মেয়াদি আমানতে সুদ হার সর্বোচ্চ ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর আগে নভেম্বরে এসব ব্যাংকে সব ধরনের মেয়াদি আমানতে সুদ হার কমানো হয়েছিল। ডিসেম্বরে বিশেষায়িত খাতের তিনটিসহ মোট ১৮ ব্যাংক সুদ হার কমিয়েছে। এর আগে ৪ নভেম্বর রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা এক বৈঠকে মেয়াদি আমানতের প্রতিটি ক্ষেত্রে সুদ কমিয়ে সর্বোচ্চ সাড়ে ১১ শতাংশে নামিয়ে আনেন।
ব্যাংকগুলো আমানতে সুদ হার কমালেও ২০১১ সালের মাঝামাঝি সময় থেকে ২০১২ সালের শুরুর দিকে ছিল উল্টো চিত্র। ওই সময়ে বেশির ভাগ ব্যাংক আমানত নিতে এক ধরনের প্রতিযোগিতা নেমেছিল। পরে ব্যাংকাররা মেয়াদি আমানতে সর্বোচ্চ সুদ হার সাড়ে ১২ শতাংশ এবং শিল্পের মেয়াদি ঋণ ও চলতি মূলধনে সর্বোচ্চ সাড়ে ১৫ শতাংশ সুদ হার নির্ধারণ করেন। রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক এক মাসের বেশি তবে ২ মাসের কম সময়ের জন্য নেওয়া আমানতে সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক সুদ হার সাড়ে ৯ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৮ শতাংশ নির্ধারণ করেছে, রূপালী ব্যাংক ৯ শতাংশ সুদ দেবে। তিন মাস থেকে ৬ মাসের কম মেয়াদি আমানতে সব ব্যাংক ১০ শতাংশ থেকে সুদ কমিয়ে সাড়ে ৯ শতাংশ নির্ধারণ করেছে।
ছয় মাস থেকে ১ বছরের কম সময়ের জন্য নেওয়া আমানতে ১১ শতাংশ থেকে ১০ শতাংশে সুদ কমিয়ে আনা হয়েছে। এক বছর থেকে ৩ বছরের কম সময়ের জন্য নেওয়া আমানতে সাড়ে ১১ শতাংশ থেকে সুদ নামিয়ে আনা হয়েছে ১১ শতাংশে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী বেসরকারি ব্যাংকে আমানত সুদ হার কমিয়েছে। এর মধ্যে এবি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, এঙ্মি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, শাহজালাল ব্যাংক, ইবিএল, এসআইবিএল, সাউথইস্ট, দ্য সিটি ব্যাংক, সিটি এনএ, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও স্ট্যান্টার্ড চার্টার্ড ব্যাংক নভেম্বর মাসে বিভিন্ন আমানত স্কিমের সুদ হার কমিয়েছে। এসব ব্যাংক আমানতে দশমিক ২৫ শতাংশ থেকে ১ শতাংশ পর্যন্ত সুদ কমিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।