আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদের বয়স কমলো!

বয়স কমলো চাঁদের। সাম্প্রতিক গবেষণার ফলাফলে দেখা গেছে, এতোদিন ধরে উপগ্রহটির যে বয়স ধরা হচ্ছিলো, তার তুলনায় চাঁদের বয়স অন্তত ১০০ মিলিয়ন বছর কম।

মহাকাশ বিজ্ঞান প্রসারের পর থেকে এখন পর্যন্ত চাঁদ সম্পর্কেই বিজ্ঞানীরা সবচেয়ে বেশি জানতে পেরেছেন। এমনকি এর উৎপত্তি সম্পর্কে একটি আস্থাজনক তত্ত্বও দাঁড় করাতে পেরেছেন তারা। কিন্তু নিজের সঠিক বয়স এখন পর্যন্ত বিজ্ঞানীদের কাছ থেকে আড়াল করে রাখতে পেরেছে চাঁদ।

এতোদিন পর্যন্ত ধারণা করা হতো, পৃথিবীর উৎপত্তির প্রায় সঙ্গে সঙ্গেই চাঁদের উৎপত্তি। অর্থাৎ পৃথিবী এবং চাঁদ প্রায় সমবয়েসী। কিন্তু লন্ডনের বিজ্ঞানীদের নতুন হিসাবে দেখা গেছে, পৃথিবী থেকে কম করে হলেও চাঁদের বয়স ১০০ মিলিয়ন বছর কম। এই হিসাব অনুযায়ী, অনন্ত যৌবনা চাঁদের বয়স বর্তমানে ৪.৪ থেকে ৪.৪৫ বিলিয়ন বছর। গবেষণাটির সঙ্গে জড়িত ভূ-রসায়নবিদ রিচার্ড কার্লসন সোমবার লন্ডনের রয়াল সোসাইটিতে জানান, মহাকাশযান অ্যাপোলোর সংগ্রহ করা চাঁদের পাথর বিশ্লেষণ করে তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

চাঁদের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে যুক্তিযুক্ত তত্বটি অনুযায়ী, পৃথিবীর উৎপত্তির সময় প্রায় মঙ্গল গ্রহের আকার সম্পন্ন একটি গতিশীল বস্তু পৃথিবীকে প্রচণ্ড আঘাত করে। সে আঘাতেই পৃথিবীর একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে, কিন্তু অভিকর্ষের বলে পৃথিবীকে ঘিরেই ঘূর্ণায়মাণ থাকে। পরবর্তীতে ধীরে ধীরে শীতল হয়ে তা একটি উপগ্রহের রূপ পায়। এই উপগ্রহটিই আমাদের চাঁদ।  



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।