সম্প্রতি ‘লাইফ লগিং’ নামে নতুন একটি সফটওয়্যার নিয়ে এসেছে ইলেকট্রনিক্স পণ্যনির্মাতা সনি। এ সফটওয়্যারটি ব্যক্তির শারীরিক কার্যকলাপের চার্ট বানাবে।
এর অ্যান্ড্রয়েড অ্যাপটি ব্যবহারকারীর শারীরিক অনুশীলনের লক্ষ্য জেনে নেবে এবং সে লক্ষ্যে ব্যবহারকারী পৌঁছাতে পারছেন কি না তা মনিটর করবে ও অগ্রগতি সম্পর্কে ব্যবহারকারীকে জানাবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
লাইফ লগিং মূলত স্মার্টফোনের মাধ্যমে কতক্ষণ কথা বলা হচ্ছে, সিনেমা দেখা হচ্ছে, কী পরিমাণ ইমেইল আসছে ইত্যাদি রেকর্ড করে চার্ট প্রস্তুত করবে। এরপর ওইসব ডেটা বিশ্লেষণ করে অ্যাপটি বোঝার চেষ্টা করবে আপনি কি বসে ছিলেন, নকি হেঁটেছেন অথবা ঘুমিয়েছেন। এ ছাড়াও এ অ্যান্ড্রয়েড অ্যাপটির সঙ্গে কোর নামের ছোট একটি পরিধেয় যন্ত্র থাকবে। এটি সে যন্ত্র থেকেও ডেটা সংগ্রহ করতে পারবে। কোর যন্ত্রটি ট্র্যাকার হিসেবে কাজ করতে সক্ষম বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
উল্লেখ্য, নতুন এ অ্যাপটি আনার বিষয়ে লাস ভেগাসের কনজুমার ইলেকট্রনিক্স শো'তে সনি আনুষ্ঠানিকভাবে ঘোষণাও দিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।