আমাদের কথা খুঁজে নিন

   

টিভির খোজ খবর

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

প্রাইমারী স্কুল জীবনে থান্ডার ক্যাটস কার্টুনের ব্যপক ভক্ত ছিলাম। নিজেদের টিভি না থাকায় শুক্রবার দুপুরে খেয়ে দেয়ে এবাড়ী ওবাড়ী ঢু মারতাম। কারন বড়রা দুপুরে খেয়ে ঘুমাতে চাইতো।

হাইস্কুল জীবনে ভক্ত ছিলাম ম্যাকগাইভারের। নেশার মতো দেখতাম।



গতবছর পর্যন্ত ভক্ত ছিলাম ডোরেমন এর। নেশার মতো হয়ে গিয়েছিলো। এরপরে বাসা থেকে টিভি আউট করেছি। এখন বাসায় টিভি নাই।

সবার ধৈর্য্য ক্ষমতা তো আমার মতো নয়

টিভি ছাড়া আধুনিক জীবন অকল্পনীয়।

হাল জামানায় টিভি হয়েছে স্লীম এবং হালকা। এসেছে হরেক ডিজাইন। পছন্দমতো টিভি কিনতে গিয়ে দোকানে দোকানে ঘুরতে হয়। এই ব্যস্ততার জীবনে এমন সময় বের করা বড়ই যন্ত্রনার কাজ।

এই যন্ত্রনার অবসান ঘটাতে এসে গেছে অনলাইন টিভিস্টল (http://www.tvstall.com/)।

শোরুমে শোরুমে ঘুরতে হবে না, এক ওয়েব সাইট থেকে প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন (কিন্তু কেনা যাবে না )।

সময় পেলে ঢু মারতে পারেন http://www.tvstall.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।