আমাদের কথা খুঁজে নিন

   

দেবযানীকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে আটক ও বিবস্ত্র করে দেহ তল্লাশির শিকার ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খোবরাগাড়েকে পূর্ণ কূটনৈতিক দায়মুক্তির মর্যাদায় জি-ওয়ান ভিসা দেয়া হয়েছে এবং তিনি দেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আকবারউদ্দিন আজ শুক্রবার সকালে এক টুইট বার্তায় বলেছেন, খোবরাগাড়ে যুক্তরাষ্ট্র থেকে বিমানে করে আকাশে উড়েছেন।

এর আগে ভুল তথ্য দিয়ে কাজের মেয়ের জন্য ভিসা নেয়ার অভিযোগে বৃহস্পতিবার মার্কিন আদালতে দেবযানীর বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন করা হয়। একইসঙ্গে ৩৯ বছর বয়সী এ ভারতীয় কূটনীতিককে দায়মুক্তি দেয়া হয় যারা ফলে তার যুক্তরাষ্ট্র ত্যাগ করার পথ সুগম হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।