আমাদের কথা খুঁজে নিন

   

আদালতে হাজিরা দিতে হবে না দেবযানীকে

ভিসায় কারচুপি মামলায় আদালতে ব্যক্তিগতভাবে হাজিরা দিতে হবে না দেবযানী খোবরাগাড়েকে। মার্কিন আদালতের পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনেও জায়গা হয়ে গিয়েছে বছর ৩৯-এর এই ভারতীয় কূটনীতিকের। ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের এমন দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বুঝিয়ে দিয়েছে ভারতের চাপে কিছুটা হলেও ব্যাকফুটে দেশটি।

অন্যদিকে, দেবযানীর বিরুদ্ধে অভিযোগকারী সঙ্গীতা রিচার্ড ঘটনার জেরে হতাশ বলে আইনজীবী মারফত জানিয়েছেন। তার আইনজীবীর পক্ষ থেকে এই প্রথম দেওয়া প্রতিক্রিয়ায় বলা হয়েছে, দেবযানী তার সঙ্গে যে অন্যায় করেছেন, তা দু’দেশের চাপা উত্তেজনায় চাপা পড়ে গিয়েছে।

সঙ্গীতার নিরাপত্তার স্বার্থেই তার ঠিকানা গোপন রাখা হয়েছে বলেও জানান আইনজীবী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.