বগুড়া স্পেশাল কোম্পানী র্যাব-১২ বগুড়ার সদস্যরা এক অভিযান চালিয়ে শহরের মাটিডালী বিমান মোড় এলাকা থেকে ৮০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
গতকাল রাত ১২টায় ফেন্সিডিল উদ্ধারকালে বগুড়া শহরের কলোনী এলাকার রুবেল চন্দ্র দাস (২১), দিনাজপুরের বিরল থানার রেজাউল ইসলাম (২০) ও শরিয়তপুর জেলার জাজিরা থানার মিজান ব্যাপারী (২৫) কে গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা যায়, বগুড়ার কোম্পানী কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব এবং স্কোয়াড কমান্ডার এএসপি আবু সাঈদের নেতৃত্বে নিয়মিত টহল দল বগুড়া সদর থানার মাটিডালী বিমান এলাকায় অভিযান চালায়।
এসময় রাস্তার উপর থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ৮০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছে র্যাব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।