আমাদের কথা খুঁজে নিন

   

বাংলালিংকের কিছু প্রি-পেইড প্যাকেজ এবং অফার

ভাঁড় মে যাক দুনিয়া, মেরা কেয়া !

বাংলালিংকের কিছু প্রি-পেইড প্যাকেজ:

১। এক রেট দারুন:
এক রেট দারুন প্যাকেজের কলরেট মাত্র ৯৬ পয়সা, ১০ সেকেন্ড পালসে যে কোনো নাম্বারে যে কোনো সময়।
বর্তমান প্যাকেজ থেকে এক রেট দারুন প্যাকেজে ফ্রি মাইগ্রেশান করতে ফ্রি ডায়াল করুন *৯৯৯*১*১৪৬# অথবা এসএমএস করুন ED লিখে ৯৯৯৯ নাম্বারে।
আর বর্তমানে কোন প্যাকেজে আছেন জানতে ফ্রি ডায়াল করুন, *৯৯৯*২#

২। বাংলালিংক প্লে :
১৬ টা এফএনএফ এবং একটি স্পেশাল এফএনএফ নিয়ে, বাংলালিংক প্লে প্যাকেজ দিচ্ছে সবচেয়ে সাশ্রয়ী রেট।

স্পেশাল এফএনএফ (শুধুমাত্র বাংলালিংক) নাম্বারে দিনরাত কথা বলুন মাত্র ২৯ পয়সায় আর নরমাল এফএনএফ নাম্বারে দিনরাত কথা বলুন, বাংলালিংকে ৩৪ পয়সা এবং অন্য অপারেটরে ৬৯ পয়সায়। এফএনএফ ১৭টি নাম্বার ছাড়া যে কোনো নাম্বারে রাত ১২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ১.০৪ পয়সা এবং বিকাল ৫টার পর ১.৭২ পয়সা।

প্লে প্যাকেজে ফ্রি মাইগ্রেশান করুন *৯৯৯*১*১৪৭# অথবা P লিখে ফ্রি এসএমএস করুন ৯৯৯৯ নাম্বারে। স্পেশাল এফএনএফ এ্যাড করতে ফ্রি ডায়াল করুন *১৬৬*৭*০১৯********# এবং ৭ দিন পরপর ফ্রি পরিবর্তন করতে ফ্রি ডায়াল করুন *১৬৬*৮*০১৯পুরুনো নাম্বার*০১৯নতুন নাম্বার# । আর ১৬ টি নরমাল এফএনএফ এ্যাড করতে ADD লিখে SPACE (ফাঁকা জায়গা) দিয়ে নাম্বার টি লিখুন, এমএমএস টি পাঠিয়ে দিন ৩৩০০ নাম্বারে সম্পূর্ণ ফ্রি।

১৬ টি এমএনএফ করতে ১৬ বার এমএমএস করতে হবে, চাইলে ১২৩ নাম্বারে কল করে ৪ চেপে, এফএনএফ মেনু তে গিয়ে আইভিআর এর সাহায্যে সম্পূর্ণ ফ্রি নিজেই করে নিতে পারেন। প্যাকেজ এবং এফএনএফ ৭দিন পরপর সম্পূর্ন ফ্রি পরিবর্তন করা যায়।


৩। আহবান প্যাকেজ:
সকল বাংলালিংক নাম্বারে ১ টাকা ৩৮ পয়সা, আর বাংলালিংক ছাড়া যেকোনো লোকাল নাম্বারে ৬৯ পয়সা ষারাদিন। সাথে একটি স্পেশাল বাংলালিংক এফএনএফ নাম্বারে মাত্র ২৯পয়সা যে কোনো সময়।

আহবান প্যাকেজে ফ্রি মাইগ্রেশন করতে A লিখে এমএমএস করুন ৯৯৯৯ নাম্বারে, অথবা ডায়াল করুন *৯৯৯*১*১১৩#।



বাংলালিংকের কিছু জনপ্রিয় অফার:

১। ১১ পয়সা অফার:
বরাবর ৩৩টাকা রিচার্জে ১৫দিনের জন্য ৭৬ পয়সা/মিনিট, যে কোনো নাম্বারে যে কোনো সময়। ১০ সেকেন্ডে ১১ পয়সা।

অফার টি পেতে START লিখে ফ্রি এসএমএষ করুন ৩৪৮৭ নাম্বারে।

যারা এক রেটের কলরেট ব্যাবহার করতে চান, তাদের জন্য এটাই সবচেয়ে সাশ্রয়ী।
***বাংলালিংক প্লে এবং আহবান প্যাকেজ থেকে এই অফারটি উপভোগ করা যায় না***


২। ৪২ পয়সা অফার:
২৫ টাকা অথবা তার বেশি একবারে রিচার্জে সাপ্তাহিক অফার।
রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল বাংলালিংক নাম্বারে ৪২ পয়সা এবং অন্য অপারেটরে ১ টাকা ৭২ পয়সা।
বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত সকল বাংলালিংক নাম্বারে ১ টাকা ৭২ পয়সা এবং অন্য অপারেটরে ২ টাকা।


অফারটি উপভোগ করতে START লিখে ফ্রি এসএমএস করুন ৪৫৪৫ নাম্বারে।
***বাংলালিংক প্লে এবং আহবান প্যাকেজ থেকে এই অফারটি উপভোগ করা যায় না***

৩। ২৯ পয়সা অফার:

সকল বাংলালিংক নাম্বারে ২৯ পয়সা, রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। বিকাল ৫টার পর সকল বাংলালিংক নাম্বারে ১ টাকা ৮৬ পয়সা
অন্য অপারেটরে সারাদিন ১টাকা ৮৬ পয়সা।
অফারটি পেতে বরাবর ১৬ টাকা রিচার্জ করুন।

মেয়াদ মাত্র ৩দিন, যা পুনরায় ১৬টাকা রিচার্জে রিচার্জের সময় থেকে ৩দিন বৃদ্ধি পায়।
***বাংলালিংক প্লে এবং আহবান প্যাকেজ থেকে এই অফারটি উপভোগ করা যায় না***


ধন্যবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.