আমাদের কথা খুঁজে নিন

   

হতাশা অথবা শুধুই পুতুপুতু ঢং ... :/

joker never smile!

মানুষ অদ্ভুত! কারও পতন ও দেখতে পারে না ... কারও উন্নতিও না .... মানুষ হিসেবে নিজেকে যতটা ভাল মনে করতাম তার সিকি আনা ও না :/ .... আস্তে আস্তে পুরা" less" লেস পাবলিক হয়ে যাচ্ছি ... shameless,hopeless,powerless ..... শুধু tension-less! থাকতে পারছি না , থাকবই বা কেমনে আগে যাও ২/৩ জন সন্মান দিত তারাও প্রাপ্য সন্মান দেয় না (হয়তবা তাদের সন্মানের ভাষা পরিবর্তন হয়েছে, আমি আর এখন সেই ভাষা পরতে পারি না... ) ....আচ্ছা আর ৫বছর পর কি এই লেখা দেখে হাসব! অথবা এটাই কি আমার শেষ লেখা! (লেখায় সস্তা আবেগ আনার ও চেষ্টা করছি দেখি ) ,,,,,, অনেকের চেয়ে অনেক বেশি পেয়েছি তাই কি হতাশা! কিন্তু অনেক ত্যাগেও তো শান্তি পাচ্ছি না ... তাহলে কি সব লোক দেখানো ত্যাগ! ... কি জানি ফিলিং আউলা ঝাউলা ... তোমাকে মনে পরছে খুব বাপি ...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।