অ্যান্টার্কটিকার বরফ নিয়ে সর্বশেষ তথ্যগুলো জানিয়েছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি এবং যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা তাদের সংগ্রহ করা নমুনা বিশ্লেষণ করে জানিয়েছেন, ছয়শ’ বছর আগের তুলনায় বরফ গলার গতি ১০ গুণ বেড়েছে শেষ ৫০ বছরে।
এ ব্যাপারে বিজ্ঞানীদের দলপ্রধান নেরিল আব্রাম বলেন, ‘তথ্যগুলো এটাই প্রমাণ করে যে, দক্ষিণ মেরুর আবহাওয়া ও পরিবেশে পরিবর্তন ঘটছে।’
আব্রাম এবং বিজ্ঞানীদের দলটি দক্ষিণ মেরুর জেমস রস দ্বীপে বরফের ৩৬৪ মিটার গভীরে ড্রিল করে নমুনা সংগ্রহ করেন।
সংগ্রহ করা নমুনা থেকে আগের বছরগুলোর গ্রীষ্মে বরফ গলার গতি তুলনা করে দেখেন তারা। বিজ্ঞানীরা আবিষ্কার করেন, ৫০ বছরে ১০ গুণ বেড়েছে বরফ গলার গতি। বলা হচ্ছে, বিশ্বব্যাপী ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণ হয়ে দাঁড়াতে পারে দক্ষিণ মেরুর বরফ গলার এই গতি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।