হাসপাতালে থাকা এরশাদকে শনিবার দুপুর ১২টার কিছুক্ষণ আগে সংসদ ভবনে স্পিকারের কক্ষে ঢুকতে দেখা যায়।
জাতীয় পার্টির চেয়ারম্যান কারো সঙ্গে কোনো কথা বলেননি। তবে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বলছেন, তিনি শপথ নিতে এসেছেন।
এরশাদের দলের নেতারা ইতোপূর্বে জানিয়েছিলেন, যে কোনো সময়ে তাদের চেয়ারম্যান শপথ নিতে পারেন।
এদিকে গত বৃহস্পতিবার অনুপস্থিত আওয়ামী লীগের নাজমুল আহসান এবং জাতীয় পার্টির নাসিম ওসমান শপথ নিতে সংসদে উপস্থিত হয়েছেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের দুজনকে শপথ পড়াবেন সংসদের শপথ কক্ষে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।