আমাদের কথা খুঁজে নিন

   

আমার কিছু রাজনীতিবিদ আত্মীয়

আমি লেখা-লেখিতে দক্ষ নয়। মুলত একজন পাঠক । তারপরও কিছু লেখা লিখতে চাই মনের মত করে

আমার কিছু রাজনীতিবিদ ঘনিষ্ঠ ও আত্মীয়ের চরিত্র পর্যালোচনা করে তাদের মধ্যে গুনাবলি বা দোষাবলি পেয়েছি তা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাদের সাথেও শেয়ার করতে ইচ্ছা করছে । হয়ত শেয়ার করলেও করে ফেলতে পারি।



• তারা যত পায় তত চায়।
• তাদের চাহিদার কোন শেষ নেই।
• তাদে্র অনেক সম্পদ ( আমাদের তুলনায়) থাকার পরও তারা তাদের দরিদ্র আত্মীয়র নিকট থেকে টাকা আদায় করা যা সে চিন্তায় মগ্ন থাকে।
• তাদের দরিদ্র আত্মীয়র সল্প আয় থেকে বিভিন্ন আছিলায় টাকা নেবার পরও বলে সে কিনা তাকে কখনো সাহায্য করে না।
• যে নিজের সংসারের সুখের কথা চিন্তা না করে তাদের মানুষ করতে এক সময় তার আয়ের সিংহ ভাগ ঢেলে দিয়েছিল তা তারা স্বীকার করতে চায় না।


• যখন তাদের উপকারী নিকট আত্মীয় চাকরি থেকে অবসর করে। শেষ সম্বল বলতে অতি সামান্য কিছু পেনশন পায় যা ঐ রাজনীতিবিদের কাছে পরিমানে অতি নগণ্য সেখান থেকেও তারা ভাগ বসাতে চায়।
• এত কিছু নেবার পরও তারা তাদের উপকারী আত্মীয়র বিপদে বিন্দু মাত্র উপকার করে না।
• কিন্তু তারা তাদের বিরোধীদের পক্ষে নিতে তাদের পিছনে অতিরিক্ত খরচ ও উপকার করতেই থাকে।

• তাদের উপকারী নিকট আত্মীয়ের যখন আয় বন্ধ হয়ে যায় বা কমে যায় বা আর্থিক বা বিভিন্ন সমস্যায় থাকে তখন ঐসব রাজনীতিবি্দ আর যোগাযোগ রাখতে চায় না।


• আজ তাদের খোঁজখবর ও কুশল বিনিময়ের জন্য ফোন করলেও তারা বিরক্ত হয়। ফোন সহজে রিসিভ করে না। রিসিভ করলে বলে বাস্ত আছি, বা এমন ভাবে কথা বলে যে মনটা খারাপ হয়র যায়। কারন আজ আমাদের আর তাদের দেবার মত অবশিষ্ট বলতে কিছু নেই।
• শত অবহেলার পরও আমারা সবসময় তাদের মঙ্গল কামনা করি ,পরিবারের সবার খোঁজ খবর নেয়,কুশল বিনিময় করি।

কারন আমারা স্বার্থপর হতে পারি নি, হতে পারলে হয়ত আজ আমাদের এমন অবস্থা হত না।

* নোটঃ এ পর্যালোচনা শুধুমাত্র আমার কয়েকজন রাজনীতিবিদ আত্মীয় সম্পর্কে আমার বাক্তিগত ধারনা। অন্যান্য সকল রাজনীতিবিদ এ পর্যালোচনার বাইরে। কারর চরিত্রের সাথে কোন মিল খুঁজে পেলে তা নিতান্ত কাকতালীয়। লেখক শুধুমাত্র তার আত্মীয়াদের প্রতি ক্ষোভ প্রকাশ করতে এই পোস্তটি লিখেছেন।

কাউকে আঘাত করার জন্য।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।