আমাদের কথা খুঁজে নিন

   

কি ভাই,গেমে চিট কোড ইঊস করতে করতে কি চিটার হইয়া গেসেন!! তাহলে আসুন আপনার চিটারির লেভেল টা আর একটু বাড়িয়ে দেই :P (Fifa14)

আসসালামুয়ালাইকুম,আশা করি সবাই ভালো আছেন।
আমরা কম বেশী সবাই গেম খেলি আর গেম খেলার সবাই কম বেশী চিট কোড ইঊস করি। লাইভ বারানোর জন্য/ টাকা বারানোর জন্য ইত্যাদি। আজ আমি আপনাদের কিভাবে গেমের ডাটা ভ্যালু চ্যাইন্স করে / চিট করে টাকা,লেভেল ইত্যাদি মোট কথায় সংখ্যা বাচক ডাটা কিভাবে চ্যাইন্স করা যায় ।
তার আগে বলি আমি  এক জন নতুন টিউনার,কোথাও ভুল হলে হ্মমার দৃষ্টিতে দেখবেন।

আর আমার এই বিষয় নিয়ে পূবে কেউ টিউন করছে কিনা জানা নাই । যদি কেউ করে থাকে তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।
শুরু করার আগে আমাদের একটা চিট ইন্জিন নামক সফ্যটওয়ার লাগবে ডাউলোড করুন এখান থেকে...
http://www.mediafire.com/download/u7w5b3gc58h1le6/Cheat+Engine+6.0.zip
অথবা google  মামুর সাহায্য নেন
আমি আপনাদের Fifa 14  গেমের মাধ্যমে এটার ব্যাবহার দেখাব আপনারা একই ভাবে অন্য গেম গুলাতেও এটি ব্যাবহার করতে পারবেন তাহলে আশুন শুরু করি ......
1)আপনি যে গেমটাতে টাকা xp  অথবা অন্য সংখ্যা বাচক ডাটা চ্যান্স করবেন সেটি অপেন করে দেখুন আপনার কত টাকা বা xp আছে সেটি মনে রাখুন ।

2)এবার alt+tab বাটন চেপে গেম থেকে বেরিয়ে আসুন । তারপর Cheat Engine ওপেন করে Cheat Enginer computer বাটনে ক্লিক করুন ।



3)আপনি Process List নামে একটা window পাবেন সেখান থেকে আপনার চালু করা গেমটি select করে ওপেন বাটনে ক্লিক করুন ।

4)এরপর Value বাক্সে আপনার মনে রাখা সেই টাকার/xp পরিমানটা বসান ,এবং First scan এ ক্লিক করুন ।

5)আপনি Cheat Enginer বাম পাশে এ রকম কিছু ডাটা পাবেন চিএ দেখুন...
সব ডাটা গুলো মাক করুন ctrl+A চেপে তারপর নিচের লাল তীর চিন্হতে ক্লিক করুন ।

6)তাহলে আপনি উপ্রের ডাটা গুলো Cheat Enginer নিচের বক্সে পাবেন ctrl+a প্রেস করে নিচের সব ডাটা গুলো ও mark করুন তারপর ভেলু গুলোর উপর ডাবল ক্লিক করুন  ।

7)আপনি change value নামের একটা window পাবেন এটই হল এমন জায়গা যেখেনে আপনি আপনার প্রয়োজন মত টাকা বসিয়ে ওকে বাটনে  ক্লিক করলেই আপনার কাজ শেষ ।



8)আপনি দেখবেন সব গুলো ডাটার ভ্যেলু চ্যাইন্স হইয়া গেসে ।

9)শেষে Cheat Engine ক্লোস করে, গেমটি ও ক্লোস কর, আবার নতুন করে ওপেন করুন আর দেখুন ম্যাজিক ।

এবাভে আমি  Fifa 13 ,fifa 14, truck samulation 2, nfs most wanted গেম গুলা ট্যাই করছি আপনারা অন্য গেম গুলাতে ট্যাই করে দেখতে পারেন.
অনেক তো শিখলেন এবার বলুন তো আমি মাজে মাজে লিখছি কেন?ধাধা
ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন। বুজার জন্য ছবি সহকারে দিলাম এরপর ও বুজতে কোন সমস্যা হলে আমার ফেসবুক আইডি...
http://www.facebook.com/meathen
আর আমার ফেসবুক পেইজ...............
https://www.facebook.com/EXMvsSTUDENT

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।