আমাদের কথা খুঁজে নিন

   

হঠাৎ হাতির তাণ্ডব, আতঙ্কিত গ্রামবাসী

হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি গ্রামে। জঙ্গলে খাদ্য সংকট দেখা দেওয়ায় হাতি ঢুকে পড়ছে লোকালয়ে। তছনছ করছে ঘর-বাড়ি, ফসলি ক্ষেত।

শনিবার সকালে একশ’রও বেশি হাতি খাবারের খোঁজে বাঁকুড়া জেলার সোনামুখী ও বেলিয়াতোড় এলাকার কয়েকটি গ্রামে ঢুকে পড়ে। গ্রামে ঢুকে তাণ্ডব চালায় হাতির দলটি। তছনছ করে দেয় বেশ কয়েকটি কাঁচা বাড়ি। নষ্ট করে ফসল ও শষ্য। এ সময় আতঙ্কে অনেকেই ঘর-বাড়ি, এলাকা ছেড়ে পালিয়ে যায়। হাতি চলে যাবার পর সবাই আবার ঘর-বাড়ি মেরামতের কাজে লাগলেও চরম আতঙ্কে সময় কাটছে তাঁদের।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।