আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো লক্ষ্য করে ছেলেরা!

পুরুষরা  প্রথম দেখায় নারীর কী কী বিষয় লক্ষ্য করেন তা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। এ ক্ষেত্রে বেশিরবাগ পুরুষের দৃষ্টিভঙ্গি সাধারণত একই রকম হয়।

আসুন জেনে নেয়া যাক পুরুষরা প্রথম দেখায় নারীর মাঝে কী কী বিষয় লক্ষ্য করেন: 

 

দৈহিক সৌন্দর্য

সুন্দর ফিগারের নারীর প্রতি পুরুষের আকর্ষণ বরাবরই বেশি থাকে। বিভিন্ন জরিপের তথ্য অনুযায়ী, প্রথম দেখায় পুরুষরা নারীর বুক, কোমর ও পা খেয়াল করে। সুন্দর ও অপেক্ষাকৃত লম্বা পায়ের অধিকারিণীদের প্রতি পুরুষের আকর্ষণ বেশি থাকে।

যদিও এটা অনেক পুরুষই স্বীকার করতে চায় না কারণ মনের অজান্তেই তারা কাজটি করে।  

 

চোখ, হাসি ও চুল

নারীর সঙ্গে প্রথম দেখায় পুরুষরা শরীরের পরেই চোখের দিকে লক্ষ্য করে। চোখ সুন্দর হলে অপলক সেই চোখের দিকে তাকিয়ে থেকে কথা বলে তারা। এছাড়া চোখের চাহনিও খেয়াল করে। হাসির সৌন্দর্যটাও বেশ মনোযোগ দিয়েই দেখে পুরুষেরা।

নারীর চুলের প্রতিও পুরুষদের আগ্রহ অপরিসীম। সুন্দর চুল ও হেয়ার কাটের নারীদের প্রতি তারা বেশি আকর্ষণবোধ করে।  

 

বুদ্ধিমত্তা

উপস্থিত বুদ্ধিসম্পন্ন নারীদেরকে পুরুষরা বেশ পছন্দ করেন এবং তাদের প্রতি তীব্র আকর্ষণ বোধ করে। প্রথম দর্শনেই কথা বলার সময় নারীর বুদ্ধিমতার বিষয়টি খেয়াল করে পুরুষরা।  

 

কন্ঠস্বর ও কথা বলার ভঙ্গি

একজন নারীর সাথে প্রথম পরিচয়ের সময় পুরুষরা নারীর কন্ঠস্বর ও কথা বলার ভঙ্গি খেয়াল করে।

সুন্দর মিষ্টি কন্ঠ ও স্পষ্ট সুন্দর উচ্চারণে কথা বলা নারীরা পুরুষদের মনোযোগ আকর্ষণ করে ও ভালোলাগার অনুভূতি তৈরি করে।  

 

পোশাক

প্রথম সাক্ষাতে সব পুরুষই কম-বেশি নারীর পোশাক খেয়াল করে। পোশাকের রঙ, ডিজাইন ইত্যাদি বিষয়গুলো খেয়াল করে। এমনকি পোষাকের সঙ্গে ব্যাগ ও জুতা ম্যাচিং করে পড়েছে কিনা সেটাও তাদের চোখ এড়ায় না।




এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.