আমাদের কথা খুঁজে নিন

   

হ্যালো ডক্টর...

বাংলাদেশ প্রতিদিনের অনলাইন বিভাগে যাত্রা শুরু করলো "হ্যালো ডক্টর"। মূলত পাঠকদের পাঠানো স্বাস্থ্যবিষয়ক প্রশ্নের উত্তর খোঁজা হবে এখানে। যে কেউই সমস্যা লিখে পাঠাতে পারেন। সমস্যার ধরন ও অবস্থা অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগের একজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে দেওয়া হবে সমাধান। আজ দেওয়া হলো চর্ম-অ্যালার্জি ও যৌনবিষয়ক প্রশ্নের উত্তর।

সংশ্লিষ্ট বিষয়ে উত্তর দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ত্বক ও কসমেটিক সার্জন ডা. একেএম মাহমুদুল হক খায়ের।  

 

প্রশ্ন: আমি অবিবাহিত। বয়স ২৮। আমার শরীরে প্রায়ই চুলকানিসহ বড় বড় চাকা হচ্ছে। ওষুধ খেলে কমে যায়।

-অমি, সাভার, ঢাকা।

উত্তর: আপনার সমস্যাটি সম্ভবত ক্রনিক আরটিক্যারিয়া। অনেক কারণে এরকম হয়। কারণ শনাক্ত করে রোগটির সমাধান সম্ভব। প্রশ্ন: আমি বিবাহিত।

বয়স ৩৮। আমার দুই পায়ে দীর্ঘদিন ধরে চামড়া ভারী হয়ে প্লেক হয়েছে। অসহ্য চুলকানি হয়। মলম লাগিয়েছি। কাজ হয়নি।

-জামাল হোসেন, কুমিল্লা।

উত্তর: আপনার রোগটি সম্ভবত লাইক্যান-প্ল্যানাস এবং কঠিন ত্বক সমস্যা। একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের মাধ্যমে আপনার রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব।

 

প্রশ্ন: আমি বিবাহিত। দুই সন্তানের জনক।

বয়স ৪৫। বর্তমানে সহবাসে সমস্যা হচ্ছে। মুক্তি পেতে চাই।

-আনোয়ার হোসেন, ঢাকা।

উত্তর: আধুনিক এ যুগে এটি কোনো সমস্যাই না।

রক্তের হরমোন পরীক্ষা করে উপযুক্ত চিকিৎসা নিলেই এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

 

প্রশ্ন: আমি অবিবাহিত। বয়স ১৯। আমার দুই চোখের নিচে অনেক ছোট ছোট বিচি আছে। এতে মুখশ্রী নষ্ট হয়ে গেছে।

-সাজিয়া রহমান, বগুড়া।

উত্তর: আপনার রোগটির নাম সিরিনগোমা। এটি একটি কঠিন চর্মরোগ। অত্যাধুনিক রেডিও সার্জারির মাধ্যমে কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই মাত্র এক সেশন চিকিৎসায় আপনার রোগটি নির্মুল করা সম্ভব।  



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।