আস্ সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ্র রহমতে ভাল আছেন। আমিও ভাল আছি। আমার বিভিন্ন সফটওয়্যার রিলেটেড টিউন গুলোর মধ্যে আজ আপনাদের জন্য একটি টিউন নিয়ে এলাম ২ টা গুরুত্বপূর্ণ সফটওয়্যার এর উপর। আমরা যারা উইন্ডোজ ৭ বা ৮ চালাই তারা অনেকেই হয়ত windows activate করা নিয়ে ঝামেলায় থাকি।
অনেক সময় দেখা যায় যে অনেক কষ্ট করেও উইন্ডোজ activate করা সম্ভব হয়না। এটা খুব ব্যাড নিউজ। কিন্তু আমি আজ আপনাদের সামনে ২ টা activator share করবো। এর মধ্যে একটা হচ্ছে উইন্ডোজ ৭ এর আর একটা হল উইন্ডোজ ৮ এর। আশা করি আপনাদের কাজে লাগবে।
২ টা সফটওয়্যার এর ইন্সটল প্রসেসই একই রকম। জাস্ট সফটওয়্যার ইন্সটল করে পি সি রিস্টার্ট করা। (যদি চায়)।
যাক আর কথা বাড়াচ্ছি না। এবার লিংক দিয়ে দিচ্ছি সফটওয়্যার ২ টার
যাদের উইন্ডোজ ৭ activator লাগবে তারা এখানে ক্লিক করুন।
আর যাদের উইন্ডোজ ৮ activator লাগবে এখানে ক্লিক করুন।
আজ এপর্যন্তই।
আল্লাহ্ রহমত করলে সামনে আর সুন্দর সুন্দর টিউন নিয়ে আসব আপনাদের সামনে।
আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ্ হাফেজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।