আমাদের কথা খুঁজে নিন

   

ক্লাব কাপ হকির ফাইনালে আবাহনী ও ঊষা

বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শিরোপার লাড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

সোমবার সেমি-ফাইনালে আবাহনী ৭-০ গোলে অ্যাজাক্স এসসিকে এবং ঊষা ৫-১ গোলে সোনালী ব্যাংককে হারায়।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম সেমি-ফাইনালে আবাহনীর জয়ে একটি করে গোল করেন খোরশেদুর রহমান, দ্বীন ইসলাম, হাসান জোবায়ের নিলয়, শেখ মোহাম্মদ নান্নু, রোম্মান সরকার, পুস্কর খিশা মিমো ও রায়হান উদ্দিন।

একই মাঠে দিনের দ্বিতীয় সেমি-ফাইনালে ঊষার জয়ে জাহিদ বিন তালিব শুভ দুটি গোল করেন। রিমন কুমার ঘোষ, মামুনুর রহমান চয়ন ও বেলাল হোসেন একটি করে গোল করেন। সোনালী ব্যাংকের পক্ষে একমাত্র গোলটি করেন মানিক।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।