বালিকাটির পিতা ও ভাই আত্মঘাতী বোমার ভেস্টটি পরার জন্য তাকে মারধরও করেছে বলে বিবিসি জানিয়েছে।
১০ বছর বয়সী ওই বালিকাকে বর্তমানে প্রাদেশিক রাজধানী লস্কর ঘ-এ নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।
বালিকাটি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কাছে নতুন বাড়িতে পাঠানোর জন্য আবেদন করেছেন।
প্রেসিডেন্টের একজন নারী মুখপাত্র জানিয়েছেন, যদি গোত্র প্রধানরা নিরাপত্তার ব্যাপারে নিশ্চয়তা দেয় তবেই এই বালিকাকে তার আত্মীয়দের কাছে ফেরত পাঠানো হবে।
বালিকাটি বিবিসিকে জানিয়েছে, তল্লাশি চৌকিতে হামলা চালানোর বিষয়ে ভীত ছিল ওই বালিকা।
কিন্তু তার ভাই তার কাছে অঙ্গীকার করে বুঝিয়েছে, এই হামলায় শুধু সেনা আর পুলিশই মারা যাবে, কিন্তু সে অক্ষতই থাকবে।
বালিকাটি আরো জানিয়েছে, তার পিতা তাকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু সে ফিরতে অস্বীকৃতি জানিয়েছে।
সে তার পিতাকে বলেছে, “না, তোমার সঙ্গে যাওয়ার চাইতে আমি বরং আত্মহত্যা করবো। ”
বালিকাটি জানায়, “একই ব্যাপার আবারো ঘটবে। এরআগে তারা আমাকে বলেছিল, তুমি যদি এখন এটা না কর তবে আমরা তোমাকে পরবর্তী সময়ে এটা করতে বাধ্য করবো।
”
তার পড়ালেখা অর্থাৎ শিক্ষাগ্রহণের অনুমতি ছিল না।
বালিকাটি জানায়, “বাড়ির সব কাজ আমি করতাম। আমি রান্না করতাম, সমগ্র বাড়ি পরিষ্কার করতাম। কিন্তু এরপরও তারা আমার সঙ্গে খুব খারাপ আচরণ করতো, দাসের মতো ব্যবহার করতো। ”
গত সপ্তায় বালিকাটি প্রেসিডেন্ট কারজাইয়ের কাছে আবেদন করেছে, যেন তাকে ভাল কোন স্থানে রাখার ব্যবস্থা করা হয়।
বালিকাটি জানায়, “আল্লাহ আমাকে আত্মঘাতী বোমা হামলাকারী হওয়ার জন্য সৃষ্টি করেননি। ”
এ ঘটনায় প্রেসিডেন্ট কারজাই তালেবান গোষ্ঠীর তীব্র নিন্দা জানিযেছেন। তবে গোষ্ঠীটি এ ধরনের কোনো পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
৬ জানুয়ারি আফগানিস্তানের দক্ষিণাঞ্চল থেকে শরীরে আত্মঘাতী ভেস্ট বাঁধা অবস্থায় বালিকাটিকে আটক করে পুলিশ।
সে একজন বিশিষ্ট তালেবান নেতার বোন।
পুলিশ জানিয়েছে, ওই তালেবান নেতা অর্থাৎ ভাইয়ের প্ররোচণায় বালিকাটি আত্মঘাতী হামলা চালাতে উদ্বুদ্ধ হয়।
জানা গেছে, এক আফগান সেনা প্রথমে নিশ্চিত করে যে, বালিকাটি আত্মঘাতী ভেস্ট পরিহিত।
কিন্তু বিস্ফোরণ ঘটানোর জন্য সে সুইচ টিপতে পারেনি কিংবা তার আগেই গ্রেপ্তার হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।