আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রী থাকা কালে বেশির ভাগ সময়ই আকাশেই থাকতেন। আর এখন পড়েই দেখুন।


আটকে দেওয়া হলো গাড়ি, হেঁটেই গেলেন দিপু মণি

সাভারের স্মৃতিসৌধে যাবার পথে আটকে দেওয়া হলো সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনির গাড়ি। নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদের পর শেষ পর্যন্ত মাথা নিচুকরে পায়ে হেঁটেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে ভেতরে গেলেন তিনি।

প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে গাড়ি নিয়ে স্মৃতিসৌধে ঢুকতে না পেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন দিপু মনি।

আজ মঙ্গলবার বেলা ১১টা ৭ মিনিটে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে গাড়ি নিয়ে স্মৃতিসৌধ এলাকায় পৌঁছান দীপু মনি। এর কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে আসেন।

তবে মন্ত্রীরা নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করতে পারলেও প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তারা আটকে দেন তার গাড়ি।

এসময় তিনি গাড়ি নিয়েই ভেতরে প্রবেশ করতে অনড় থাকেন। গাড়ি থেকে না নেমে বেশ কিছুক্ষণ ফোন করেন কয়েকজনকে। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে দীপু মনির উত্তপ্ত কথা-কাটাকাটিও হয়। শেষে প্রধান ফটকে গাড়ি রেখে হেঁটেই স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।



সুত্রঃ-
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.