আমার আগের নিক হ্যাক হয়েছে কিনতু দ্বাবি একটাই যুদ্ধাপরাধীদের ফাসি চাই। ___________________ @সুলতান মির্জা
পাঠক ক্ষমা করবেন, ছাগী ভাষাটা এত দিন কেবল বাংলাদেশের বিশেষ একটি ছাত্রী সংস্থার নামের উপাধি ছিল। কিন্তু আজকে বড়ই বেদনা মনে নিয়ে মালালা কে ছাগী বলতে হচ্ছে। আমরা দেখেছি বিশেষ করে এই মালালাকে যখন তালিবানরা গুলি করল বাংলাদেশে তখন প্রতিবাদের জোয়ার বয়ে গেল। যদিও আমার ব্যক্তিগত কোনও ফিলিংস ছিল না বিশেষ করে পাকিস্তানের এই মেয়েটির বিষয়ে।
অথচ ব্লগ বা ফেসবুক প্রতিবাদটা এমন পর্যায়ে পৌছেছিল, কেউ কেউ আবেগের চোটে সামাল দিতে না পেরে কেদে দিয়েছিল, আবার এমন দেখা গেছে মালার উপর হামলার জন্য কেউ কেউ হাসিনা সরকারের উপর দোষ চাপাতে চেয়েছিল। কিন্তু কপাল ভাল পাকিস্তানে তখন হাসিনার সরকার ক্ষমতায় ছিল না, তাই হাসিনার সরকার এই দোষে দোষী হতে পারেনি।
যে মালালা লন্ডনের বাসিন্দা হয়ে তার জন্মভূমি পাকিস্তানের পক্ষে সাফাই গাইলেন, যে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে না গিয়ে বিড়ালের মত আচরণ করেছে, আমার প্রশ্ন হচ্ছে মালালা ব্রিটেনে গিয়েছে চিকিত্সা নেওয়ার জন্য অথচ চিকিত্সা শেষ হওয়ার পড়ে নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে বৃটেনের নাগরিকত্ত্ব নিয়ে বসে রয়েছে কেন ? দেশে ফিরে আসছে না কেন ? এত দেশ প্রেম তার মনে। এখন আমরা যদি বলি মালালা ছাগির মত ব্রিটেনে পালিয়ে জীবন বাচাচ্ছে তা হলে কী খুব বেশি ভুল বলা হয়ে যাবে ?
যে মালালার উপর তালিবানরা হামলা করে সেই মালালা এখন আমাদের বুইরা আঙুল দেখায় তার জন্মভূমি পাকিস্তানের পক্ষ নিয়ে। বলতে দ্বিধা নেই, আমাদের ক্রিকেটার সব সময় বাঘ......পাকিস্তানীদের মত গাধা না।
যদি তাদের মত গাধা থাকতো তাহলে পাকিস্তানীরা আমাদের ক্রিকেটারদের এত রিকোয়েস্ট করে বলতো না, আস আমাদের পাকিস্তানে খেলে যাও নিরাপত্তার কোনও কমতি হবে না। একেই বলে আসল বাঘ। প্রশ্ন হচ্ছে যদি আমাদের ক্রিকেটাররা বাঘ না হতো তাহলে পাকিস্তানের ক্রিকেট বোর্ড কেন আমাদের নেওয়ার জন্য কুত্তার মত দৌড়াদৌড়ি করে ?
মূল খবরের লিঙ্ক। Click This Link
@সুলতান মির্জা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।