আমাদের কথা খুঁজে নিন

   

যশোরে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

কড়া নিরাপত্তার মধ্যে যশোর-৫ আসনের ১২২টির মধ্যে স্থগিত ৬০টি ভোটকেন্দ্রে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ চলছে। সকাল সাড়ে নয়টা পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের সহিংসতার মুখে ব্যালট পেপার ছিনতাই ও ভোটকেন্দ্রে আগুন দেওয়ার কারণে ছয় জেলার আটটি আসনের ৩৯২ ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। স্থগিত হওয়া ওই আটটি আসনের মধ্যে সাতটিতে ভোট গ্রহণ আজ সকাল আটটায় শুরু হয়েছে। একটানা বিকেল চারটা পর্যন্ত ভোট নেওয়া চলবে।

হাইকোর্টের নিষেধাজ্ঞায় কুড়িগ্রাম-৪ আসনের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ পুনরায় স্থগিত করা হয়েছে।

সকাল সাড়ে নয়টার দিকে যশোরের মনিরামপুরের থানপুর ইউনিয়নের গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, একজন, দু'জন করে ভোটার শীত উপেক্ষা করে ভোট দিতে আসচে। প্রিসাইডিং অফিসার বিমল কুমার সরদার জানান, এই কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৭৯৫ জন। সকাল সাড়ে নয়টা পর্যন্ত ১৩৯টি ভোট পড়েছে। বেলা বাড়লে ভোটার বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।