সেক্টর কমান্ডার্স ফোরামের সিনিয়ার ভাইস চেয়ারম্যান বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচনোত্তর সাম্প্রদায়িক সন্ত্রাস নিয়ে এক মতবিনিময় সভায় বক্তব্যে এ দাবি জানান।
সফিউল্লাহ বলেন, “এ লোকটাকে (মজীনা) দেশ থেকে বের করে দেয়া হোক। সমস্ত জায়গায় নাক গলাতে যায়। সমস্ত অপকর্মের জন্য এ লোকটাই দায়ী।”
সভায় ঘাতক-দালাল নির্মূল কমিটির সহসভাপতি মুনতাসির মামুন বলেন, “ড্যান মজীনাকে বলা হয় বিএনপির বহিরাগত সদস্য।
“রাজনৈতিক সহিংসতার জন্য দায়ী বিদেশি কূটনীতিকরা। তারা এসব সহিংসতায় প্ররোচনা দিয়েছেন, বিএনপিকে সহায়তা করছেন।”
মজীনাকে ইঙ্গিত করে রাষ্ট্রদূতের মতো কূটনৈতিকদের সাক্ষাৎকার প্রচার না করতে গণমাধ্যমকেও অনুরোধ জানিয়ে মুনতাসীর মামুন বলেন, “পৃথিবীর কোথাও এই স্তরের কূটনীতিকদের সাক্ষাৎকার প্রচারিত হয় না।”
সভায় সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান সাবেক মন্ত্রী এ কে খন্দকার হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা জানিয়ে নির্বাচনের সময় তাদের সেনানিরাপত্তা দেয়ার দাবি জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।